সচিনের গ্যারাজে রয়েছে লাল রঙের এই ফেরারি ৩৬০ মোডেনা মডেলটি। মাইকেল শুমাখার সচিনকে এই গাড়িটি উপহার দিয়েছিলেন। ফরমুলা ওয়ানের অন্যতম তারকা মাইকেল শুমাখার। ২০০২ সালে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলার পর সচিনকে এই গাড়িটি উপহার দেন শুমাখার। পরে এই গাড়িটি সুরাতের এক ব্যবসায়ীকে বিক্রি করবেন সিদ্ধান্ত নেন।