TRENDING:

UP Board 10th Results 2023: দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অসাধারণ সাফল্য কৃষক-কন্যার, অভাবকে জয় করে নজির অনুষ্কার

Last Updated:

উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থানে অনুষ্কা প্যাটেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাবা কৃষক, মা গৃহবধু৷ অভাব অনটন নিত্য সঙ্গী৷ তাতে কী? কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ই হল সাফল্যের আসল চাবিকাঠি৷ একথা নিজের দুর্দান্ত ফলাফল দিয়ে আবার প্রমাণ করলেন অনুষ্কা৷ উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থানে অনুষ্কা প্যাটেল৷
দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অসাধারণ সাফল্য কৃষক-কন্যার, অভাবকে জয় করে নজির অনুষ্কার
দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অসাধারণ সাফল্য কৃষক-কন্যার, অভাবকে জয় করে নজির অনুষ্কার
advertisement

গতকালই প্রকাশিত হয়েছে ইউপি বোর্ডের দশম শ্রেণির ফলাফল প্রকাশ পেয়েছে৷ অন্যান্য বছরগুলির মতো এইবছরও ছাত্রদের পেছনে ফেলে উজ্জ্বল প্রদর্শন করেছেন ছাত্রীরা৷ ৯৮.৩৩ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন প্রিয়াংশি সোনি৷ তেমনই রাজ্যের প্রথম দশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে সাড়া ফেলেদিয়েছেন একেবারে দরিদ্র পরিবারের কন্যা অনুষ্কা৷

advertisement

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার শ্রী সাই ইন্টার কলেজের ছাত্রী অনুষ্কা প্যাটেলের ৬০০-এর মধ্যে প্রাপ্ত নম্বর ৫৮৩৷ নিজের স্কুল তো বটেই, অনুষ্কা তাঁর জেলারও গর্ব৷ মেয়ের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন অনুষ্কার বাবা রাজেশ কুমার ও মা শৈলেন্দ্রী ভার্মা৷ তাঁরা জানালেন, দিনরাত এক করে লেখাপড়া করেছেন অনুষ্কা৷ সামান্য আয়ের ফলে সন্তানকে সমস্তরকম সুবিধা দিতে পারেননি তাঁরা৷ তবে, আর্থিক সমস্যা থাকলেও মেয়েকে ঘিরে অনেক স্বপ্ন তাঁদের৷ আর মেয়ের স্বপ্ন কি?

advertisement

আরও পড়ুন: প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ফলাফল, প্রথম স্থানে প্রিয়াংশি সোনি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনুষ্কা জানালেন তিনি ভবিষ্যতে ডাক্তার হতে চান৷ দুস্থ মানুষদের সেবা করতে চান৷ তাঁর ভবিষ্যতের লড়াইতে পাশে থাকবেন তাঁর মা-বাবা৷ ঠিক যেমনভাবে বোর্ডের পরীক্ষার সময় সব প্রতিকুলতাকে কাটিয়ে উঠতে তাঁর পাশে থেকেছেন৷ প্রতিভাবান এই ছাত্রী জানালেন মা বাবার মতো তাঁর পাশে ছিলেন তাঁর স্কুলের শিক্ষকরাও৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
UP Board 10th Results 2023: দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অসাধারণ সাফল্য কৃষক-কন্যার, অভাবকে জয় করে নজির অনুষ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল