TRENDING:

Indian Army Story: স্বপ্ন জাগিয়েছিলেন ঠাকুর্দা, নাতনির গায়ে এবার উঠতে চলেছে সেনা ইউনিফর্ম, UPSC CDS পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার হর্ষিতার

Last Updated:

Indian Army Story: হর্ষিতা কাদিয়ান তাঁর ঠাকুর্দার স্বপ্ন পূরণের জন্য UPSC CDS পরীক্ষায় দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর ঠাকুর্দাদু চেয়েছিলেন নাতনি দেশের একজন গেজেটেড অফিসার হন। এই পরীক্ষায় তিনি সারা দেশে তৃতীয় স্থান (AIR-3) অর্জন করে সেই লক্ষ্য পূরণের পথই প্রশস্ত করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Indian Army Story: সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে পরিবারের সদস্যদের মনে নানা রকমের উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব উচ্চাকাঙ্ক্ষা বাড়ে বই কমে না। অনেক সময়ে তার চাপে বিধ্বস্ত হয় সন্তান। অনেক সময়ে আবার সব প্রত্যাশা পূরণ করে সফলভাবে জীবনের যাত্রাপথে সে পা রাখে, পরিবারের সদস্যদের মাথা গর্বে উঁচু করে তোলে। হর্ষিতা কাদিয়ানের গল্পটা নিখাদ সাফল্যের।
UPSC CDS পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার হর্ষিতার
UPSC CDS পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার হর্ষিতার
advertisement

অতএব বলতে কোনও দ্বিধা নেই যে , হর্ষিতা কাদিয়ান তাঁর ঠাকুর্দার স্বপ্ন পূরণের জন্য UPSC CDS পরীক্ষায় দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর ঠাকুর্দাদু চেয়েছিলেন নাতনি দেশের একজন গেজেটেড অফিসার হন। এই পরীক্ষায় তিনি সারা দেশে তৃতীয় স্থান (AIR-3) অর্জন করে সেই লক্ষ্য পূরণের পথই প্রশস্ত করেছেন।

আরও পড়ুন– শিশুশিল্পী হোক বা নায়িকা, পর্দায় জাদু অব্যাহত, এক মিথ্যা অভিযোগই ধসিয়ে দিল কেরিয়ার, শ্বেতা বসু প্রসাদকে মনে পড়ে?

advertisement

UPSC CDS পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী হর্ষিতা কাদিয়ান হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা। এই সাফল্য লাভের পরে হর্ষিতা এখন ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হয়ে দেশের সেবা করার তাঁর স্বপ্ন পূরণ করতে চলেছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) বছরে দু’বার CDS পরীক্ষা পরিচালনা করে। এর উদ্দেশ্য হল ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA), নেভাল অ্যাকাডেমি (INA), এয়ার ফোর্স অ্যাকাডেমি (AFA) এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (OTA) যোগ্য প্রার্থীদের নিয়োগ করা।

advertisement

হর্ষিতা তাঁর প্রাথমিক শিক্ষা হিসারের ওপি মডার্ন জিন্দাল স্কুল থেকে গ্রহণ করেন এবং এর পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্তরের পড়া সম্পন্ন করেন। তাঁর পরিবার শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত। বাবা অশোক কাদিয়ান এবং মা কিরণ কাদিয়ান হিসারে একটি ইংরেজি স্পিকিং অ্যাকাডেমি এবং আইইএলটিএস কোচিং অ্যাকাডেমি চালান।

আরও পড়ুন– প্রায় ২৫০টি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন, অথচ রোজ লাগত ১৩ বোতল করে মদ ! আর এই পানাসক্তিই ডেকে এনেছিল মৃত্যুকে, জানেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে?

advertisement

বলে রাখা ভাল, এই পরিবারের আদি নিবাস ঝাজ্জর জেলার দুবলধন গ্রামে। হর্ষিতার ঠাকুর্দা রণ সিং পিডব্লিউডি থেকে সুপারিনটেনডেন্ট হিসেবে অবসর গ্রহণ করেছিলেন এবং ঠাকুমা ওমবতী দেবী একজন অবসরপ্রাপ্ত সরকারি হিন্দি শিক্ষিকা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, হর্ষিতা বলেছিলেন যে রণ সিং চেয়েছিলেন নাতনি একজন গেজেটেড অফিসার হন এবং তিনিই হর্ষিতার মধ্যে সাফল্য অর্জনের আবেগ জাগিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হর্ষিতা তাঁর সাফল্যের জন্য ধারাবাহিক কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কথা বলেছেন। তিনি বলেন, “সেনাবাহিনীর পোশাকের প্রতি শ্রদ্ধা সবসময়ই আমার হৃদয়ে রয়েছে। আজ আমার পরিবার আমার উপর গর্বিত যে আমি শীঘ্রই একজন অফিসার হিসেবে দেশের সেবা করব”।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Indian Army Story: স্বপ্ন জাগিয়েছিলেন ঠাকুর্দা, নাতনির গায়ে এবার উঠতে চলেছে সেনা ইউনিফর্ম, UPSC CDS পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার হর্ষিতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল