Telugu Heroine: শিশুশিল্পী হোক বা নায়িকা, পর্দায় জাদু অব্যাহত, এক মিথ্যা অভিযোগই ধসিয়ে দিল কেরিয়ার, শ্বেতা বসু প্রসাদকে মনে পড়ে?

Last Updated:
শ্বেতা জামশেদপুরের মেয়ে। বাঙালি মেয়ে। খুব ছোট থেকেই শুরু হয়েছে তাঁর অভইনয় জগতের যাত্রা। কহানি ঘর ঘর কি ধারাবাহিকে তাঁর সপ্রতিভ অভিনয় এবং মিষ্টি হাসি মন জয় করে নিয়েছিল অগণিত দর্শকের। এর পরেই শিশুশিল্পী হিসেবে মকড়ি ছবিতে তাঁকে দেখা যায়। এখানেও নজর কেড়ে নেয় শ্বেতার অভিনয়।
1/7
কলঙ্কের দাগ সহজে মুছতে চায় না। বিশেষ করে তা যদি বিস্ফোরক হয়। শ্বেতা বসু প্রসাদের সঙ্গেও সেটাই হয়েছে। জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি, এক লহমায় সব ধুলোয় মিশিয়ে যেতে সময় লাগেনি। শ্বেতার এই কেরিয়ারের গল্প কোথা থেকে শুরু করা যায়? একেবারে ছোটবেলা থেকেই না হয় শুরুটা হোক? তাহলে অনেক সুখের স্মৃতি মনে ভিড় করে আসতে বাধ্য হবে। Photo: Instagram
কলঙ্কের দাগ সহজে মুছতে চায় না। বিশেষ করে তা যদি বিস্ফোরক হয়। শ্বেতা বসু প্রসাদের সঙ্গেও সেটাই হয়েছে। জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি, এক লহমায় সব ধুলোয় মিশিয়ে যেতে সময় লাগেনি। শ্বেতার এই কেরিয়ারের গল্প কোথা থেকে শুরু করা যায়? একেবারে ছোটবেলা থেকেই না হয় শুরুটা হোক? তাহলে অনেক সুখের স্মৃতি মনে ভিড় করে আসতে বাধ্য হবে। Photo: Instagram
advertisement
2/7
শ্বেতা জামশেদপুরের মেয়ে। বাঙালি মেয়ে। খুব ছোট থেকেই শুরু হয়েছে তাঁর অভইনয় জগতের যাত্রা। কহানি ঘর ঘর কি ধারাবাহিকে তাঁর সপ্রতিভ অভিনয় এবং মিষ্টি হাসি মন জয় করে নিয়েছিল অগণিত দর্শকের। এর পরেই শিশুশিল্পী হিসেবে মকড়ি ছবিতে তাঁকে দেখা যায়। এখানেও নজর কেড়ে নেয় শ্বেতার অভিনয়। ছবিটি যেমন সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল, শ্বেতাও তেমনই সবার মন জয় করতে পেরেছিলেন। সেটা ২০০২ সালের কথা। Photo: Instagram
শ্বেতা জামশেদপুরের মেয়ে। বাঙালি মেয়ে। খুব ছোট থেকেই শুরু হয়েছে তাঁর অভইনয় জগতের যাত্রা। কহানি ঘর ঘর কি ধারাবাহিকে তাঁর সপ্রতিভ অভিনয় এবং মিষ্টি হাসি মন জয় করে নিয়েছিল অগণিত দর্শকের। এর পরেই শিশুশিল্পী হিসেবে মকড়ি ছবিতে তাঁকে দেখা যায়। এখানেও নজর কেড়ে নেয় শ্বেতার অভিনয়। ছবিটি যেমন সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল, শ্বেতাও তেমনই সবার মন জয় করতে পেরেছিলেন। সেটা ২০০২ সালের কথা। Photo: Instagram
advertisement
3/7
এর পর রুপোলি পর্দায় আর শিশুশিল্পী নয়, সরাসরি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শ্বেতা। সেটা ২০০৮ সাল। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর। এক টিনএজার লাভ স্টোরিতে নিজের অভিনয় দক্ষতা খুব ভাল ভাবেই প্রমাণ করে দিয়েছিলেন শ্বেতা। সেই তেলুগু ছবি কথা বঙ্গারু লোকম আজও অনেকেই ফিরে ফিরে দেখেন। Photo: Instagram
এর পর রুপোলি পর্দায় আর শিশুশিল্পী নয়, সরাসরি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শ্বেতা। সেটা ২০০৮ সাল। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর। এক টিনএজার লাভ স্টোরিতে নিজের অভিনয় দক্ষতা খুব ভাল ভাবেই প্রমাণ করে দিয়েছিলেন শ্বেতা। সেই তেলুগু ছবি কথা বঙ্গারু লোকম আজও অনেকেই ফিরে ফিরে দেখেন। Photo: Instagram
advertisement
4/7
অভিনয়ের ধারা চলতে থাকে। তবে, এটাও সত্যি, যে সাফল্য কথা বঙ্গারু লোকম থেকে শ্বেতা পেয়েছিলেন, তা অন্য ছবি তাঁকে দিতে পারেনি। তা সত্ত্বেও তারকা হিসেবে তাঁর নাম তত দিনে অভিনয় জগতে বিখ্যাত হয়ে গিয়েছে। এর মাঝেই ঘটে গেল এক দুর্ঘটনা। Photo: Instagram
অভিনয়ের ধারা চলতে থাকে। তবে, এটাও সত্যি, যে সাফল্য কথা বঙ্গারু লোকম থেকে শ্বেতা পেয়েছিলেন, তা অন্য ছবি তাঁকে দিতে পারেনি। তা সত্ত্বেও তারকা হিসেবে তাঁর নাম তত দিনে অভিনয় জগতে বিখ্যাত হয়ে গিয়েছে। এর মাঝেই ঘটে গেল এক দুর্ঘটনা। Photo: Instagram
advertisement
5/7
হায়দরাবাদের এক পাঁচতারা হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে শ্বেতা গ্রেফতার হলেন। সেটা ২০১৪ সালের কথা। শ্বেতা বরাবর বলেছেন তাঁকে ফাঁসানো হয়েছিল। কথাটা মিথ্যাও নয়, কেন না মামলায় তিনি বেকসুর খালাস পান। তবে, তত দিনে যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে, কলঙ্কের দাগ প্রভাবিত করেছে কেরিয়ারকে। Photo: Instagram
হায়দরাবাদের এক পাঁচতারা হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে শ্বেতা গ্রেফতার হলেন। সেটা ২০১৪ সালের কথা। শ্বেতা বরাবর বলেছেন তাঁকে ফাঁসানো হয়েছিল। কথাটা মিথ্যাও নয়, কেন না মামলায় তিনি বেকসুর খালাস পান। তবে, তত দিনে যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে, কলঙ্কের দাগ প্রভাবিত করেছে কেরিয়ারকে। Photo: Instagram
advertisement
6/7
এর পর শ্বেতা বিয়ে করে নেন। ২০১৭ সালে প্রযোজক রোহিত মিত্তলের সঙ্গে বাগদান, ২০২৮ সালে বিয়ে এবং ২০১৯ সালে এসেই ডিভোর্স! এই প্রসঙ্গে শ্বেতা শুধু একটাই কথা বলেছিলেন, ১০ বা তারও বেশি বছর ধরে একসঙ্গে আছেন, এমন দম্পতিদের বিয়েও আমি ভাঙতে দেখেছি। রোহিত আর আমি, যাই হোক, ৬-৮ মাসের মাথাতেই আলাদা হলাম, আমার কাছে এটা ডিভোর্সের বদলে ব্রেক আপ বলেই বেশি মনে হয়! Photo: Instagram
এর পর শ্বেতা বিয়ে করে নেন। ২০১৭ সালে প্রযোজক রোহিত মিত্তলের সঙ্গে বাগদান, ২০২৮ সালে বিয়ে এবং ২০১৯ সালে এসেই ডিভোর্স! এই প্রসঙ্গে শ্বেতা শুধু একটাই কথা বলেছিলেন, ১০ বা তারও বেশি বছর ধরে একসঙ্গে আছেন, এমন দম্পতিদের বিয়েও আমি ভাঙতে দেখেছি। রোহিত আর আমি, যাই হোক, ৬-৮ মাসের মাথাতেই আলাদা হলাম, আমার কাছে এটা ডিভোর্সের বদলে ব্রেক আপ বলেই বেশি মনে হয়! Photo: Instagram
advertisement
7/7
আবার অভিনয়ের জগতে ফেরার চেষ্টা করেন শ্বেতা। এবার তাঁকে দেখা যেতে থাকে নানা ওটিটি কনটেন্টে। ত্রিভুবন মিশ্র সিএ টপার, রায়, জুবিলি- ধীরে ধীরে অভিনেত্রী হিসেবে সুনাম ফের অর্জন করেছেন শ্বেতা। এসেছে নতুন ওয়েব সিরিজ উপস অব কেয়া, আশা করাই যায়, সেখানেও সবার মন তিনি জয় করবেন! Photo: Instagram
আবার অভিনয়ের জগতে ফেরার চেষ্টা করেন শ্বেতা। এবার তাঁকে দেখা যেতে থাকে নানা ওটিটি কনটেন্টে। ত্রিভুবন মিশ্র সিএ টপার, রায়, জুবিলি- ধীরে ধীরে অভিনেত্রী হিসেবে সুনাম ফের অর্জন করেছেন শ্বেতা। এসেছে নতুন ওয়েব সিরিজ উপস অব কেয়া, আশা করাই যায়, সেখানেও সবার মন তিনি জয় করবেন! Photo: Instagram
advertisement
advertisement
advertisement