TRENDING:

UPSC IAS Officer: IAS হতে চান? ইউপিএসসিতে সফল হওয়ার সঠিক পথ জেনে প্রস্তুতি নিন

Last Updated:

উচ্চমাধ‍্যমিক পাশের পর থেকেই অনেকে পড়ুয়া IAS হওযার জন‍্য প্রস্তুতি নিতে শুরু করেন। এতবড় পরীক্ষাতে বসার স্বপ্ন অনেকের, তবে বহুজনেই UPSC পরীক্ষা সম্পর্কে অনেক তথ‍্যই জানেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশের লক্ষ লক্ষ প্রার্থী স্বপ্ন দেখে IAS অফিসার হওয়ার। দেশের উচ্চপদস্থ আমলা হওয়ার লক্ষ‍্যে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন অসংখ‍্য পড়ুয়া। সিভিল সার্ভিসেস পরীক্ষা হল দেশের সবচেয়ে বড় পরীক্ষা। বিশ্বের তৃতীয় কঠিন পরীক্ষা বলা হয় এই পরীক্ষাকে। এমনকী উচ্চমাধ‍্যমিক পাশের পর থেকেই অনেকে পড়ুয়া IAS হওযার জন‍্য প্রস্তুতি নিতে শুরু করেন। এতবড় পরীক্ষাতে বসার স্বপ্ন অনেকের, তবে বহুজনেই UPSC পরীক্ষা সম্পর্কে অনেক তথ‍্যই জানেন না।
IAS হতে চান? ইউপিএসসিতে সফল হওয়ার সঠিক পথ জেনে প্রস্তুতি নিন
IAS হতে চান? ইউপিএসসিতে সফল হওয়ার সঠিক পথ জেনে প্রস্তুতি নিন
advertisement

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS অফিসার হওয়ার জন্য কিছু বিশেষ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নিয়ম অনুযায়ী, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়। এই পরীক্ষা দেওয়ার জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরা, যাঁরা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাঁরাও ইউপিএসসি পরীক্ষায় অংশ নিতে পারেন। এর জন্য কোনও বিশেষ স্ট্রীমের বাধ্যবাধকতা নেই। কলা, বিজ্ঞান, বাণিজ্যের যেকোনও ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে পারেন।

advertisement

আরও পড়ুন: টেট পাশের পর সার্টিফিকেটের মেয়াদ আজীবন, বিশাল বদল আনল স্কুল সার্ভিস কমিশন

ইউপিএসসির প্রস্তুতির জন‍্য অনেকেই কোচিং সেন্টারের দ্বারস্থ হন। তবে নিজে থেকে প্রস্তুতি নিয়ে UPSC-তে সফল হয়েছেন এমনও অসংখ‍্য উদাহরণ রয়েছে।

আরও পড়ুন: চার বছরের স্নাতক কোর্স বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের! তাড়াতাড়ি আবেদন করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে, এর পাঠ্যক্রম এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন। (UPSC পরীক্ষার পাঠ্যক্রম টি ভাল করে জেনে নিন। এর মাধ্যমে, আপনি পরীক্ষার প্যাটার্ন এবং মার্কিং স্কিম সম্পর্কে জানতে পারবেন। UPSC পরীক্ষাতে অপশনাল বা ঐচ্ছিক বিষয় বেছে নিতে হয়। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অপশনাল নির্বাচন করুন। নিজের DAF ফর্ম পূরণ করুন। ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC IAS Officer: IAS হতে চান? ইউপিএসসিতে সফল হওয়ার সঠিক পথ জেনে প্রস্তুতি নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল