TET Examination: টেট পাশের পর সার্টিফিকেটের মেয়াদ আজীবন, বিশাল বদল আনল স্কুল সার্ভিস কমিশন

Last Updated:

TET Examination: প্রসঙ্গত এনসিটিই-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: এ বার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট। তার সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারাজীবন। অবশেষে কেন্দ্রের নির্দেশ মানল রাজ্য। টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ এ বার থাকবে “আজীবন”। নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, এনসিটিই-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। তারপর থেকে এ রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে কেন্দ্রের আইন মানার কথা বলা হয় এসএসসিকে। তারপর এসএসসির তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এর দরুণ কয়েক হাজার টেট উত্তীর্ণদের সুবিধা হবে বলেও জানানো হয়। এর আগে টেট উত্তীর্ণ দের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর। অর্থাৎ একবার টেট উত্তীর্ণ হলে আবার সাত বছর পর টেট দিতে হতো।এবার থেকে তা আর হবে না এ রাজ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: ফিগার ঠিক রাখতে ডায়েট কোল্ডড্রিঙ্কস! ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে চ্যুইং গামও, হতে পারে ক্যানসার
এর কয়েকদিন আগেই টেটের পাশ মার্কস নিয়ে তোলপাড় হয় আদালত৷ আদালতের তরফ থেকে বলা হয়, ঠিক কত নম্বর পেলে টেট পরীক্ষায় পাশ করা যাবে, ৮২ নাকি ৮২.৫, তা নিয়ে মতবিরোধ তৈরি হয় আদালতের দুই বিচারপতির মধ্যে৷ শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধানে মামলা তৃতীয় বিচারপতির বেঞ্চে গড়ায়৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET Examination: টেট পাশের পর সার্টিফিকেটের মেয়াদ আজীবন, বিশাল বদল আনল স্কুল সার্ভিস কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement