Bankura News: চার বছরের স্নাতক কোর্স বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের! তাড়াতাড়ি আবেদন করুন

Last Updated:

সেমিস্টার ভাগ করে পড়ানো হবে এবং পরিচালনা করা হবে এই চার বছরের স্নাতক কোর্স। এই কোর্স করা যাবে সাঁওতালি ভাষায়। 

বাঁকুড়া: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অনলাইনেই চলবে আবেদন প্রক্রিয়া। স্নাতকে পদার্থবিদ্যা এবং অঙ্ককে মোট আসন রয়েছে ২৮টি করে অপরদিকে ভূগোল অথবা দর্শনে মত আসন সংখ্যা ৬০। পদার্থবিদ্যায় ভর্তি হওয়ার জন্য ২৫০০ টাকা, ভূগোল এবং অংকে ২৪০০ টাকা এছাড়াও দর্শনে ভর্তির জন্য ২০০০ টাকা জমা করতে হবে।
সব থেকে বড় বিষয় হল, এই শিক্ষা বর্ষে একটিমাত্র মুখ্য বিষয়ে(মেজর) নিয়ে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ে। ‘সেন্টার ফর স্টাডিজ ইন সাঁওতালি কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ’কোর্সটি পরিচালনা করবে। মুখ্য বিষয় অর্থাৎ মেজর বেছে নেওয়া যাবে পদার্থবিদ্যা, ভূগোল দর্শন এবং অংকে। সেমিস্টার ভাগ করে পড়ানো হবে এবং পরিচালনা করা হবে এই চার বছরের স্নাতক কোর্স।
advertisement
advertisement
এই কোর্স করা যাবে সাঁওতালি ভাষায়। যে যে ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তি হতে চাইছেন তারা আবেদন করতে পারবেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটে গিয়ে সরাসরি এডমিশনের লিংকে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে। এই আবেদন করার শেষ দিন আগামী ১৫ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
নীলাঞ্জন বন্দোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bankura News: চার বছরের স্নাতক কোর্স বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের! তাড়াতাড়ি আবেদন করুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement