TRENDING:

Upper Primary Recrutiment Case: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ মামলা, রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

Last Updated:

Upper Primary Teacher Recrutiment: আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। তারপরেও রাজ্য কী ভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করল? এই নিয়ে বুধবার আবার বক্তব্য জানাবে রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ মামলায় রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। তারপরেও রাজ্য কী ভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করল? এই নিয়ে বুধবার আবার বক্তব্য জানাবে রাজ্য।
উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলা
উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলা
advertisement

অন্যদিকে, মূল মামলাকারীদের তরফে বলা হয়, পুনরায় অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে। তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।

আরও পড়ুন: নামছে ঘোর অন্ধকার…! আসছে বৃষ্টি! বজ্রপাত-দুর্যোগ কাঁপাবে দক্ষিণবঙ্গের ১২ জেলা! কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

উচ্চ প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দিতে চেয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ন়ভেম্বর মাসে সুপারনিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ফেব্রুয়ারিতে ২০২৩ থেকে সেই স্থগিতাদেশ মেয়াদ আর বাড়ায়নি বিচারপতি বসু।

advertisement

আরও পড়ুন: ফল রাখলেই ভনভন করছে গা ঘিনঘিনে ‘মাছি’…? চুটকিতে চলে যাবে! শিখে নিন তাড়ানোর দুর্দান্ত সহজ ‘টোটকা’!

সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপারনিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশকে দেখিয়ে হাইকোর্টে রাজ্য আবেদন করে। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সুপারনিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। ওই বিষয়ে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে তা প্রত্যাহার করা হোক।

advertisement

আরও পড়ুন: ১০০% কনফার্ম…! তৎকাল টিকিট কাটার সময় ‘ফলো’ করুন এই ‘নিয়মগুলি’, কোনও ঝঞ্ঝাট ছাড়াই হাতেনাতে বুকিং

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিচারপতি বসুর পর্যবেক্ষণ, রাজ্য নিজেই বলছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আবার নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। রাজ্যের আবেদনের যৌক্তিকতা কী আদৌ রয়েছে? তাদের কোন বক্তব্যকে আদালত প্রাধান্য দেবে? বুধবার আবার ওই বিষয়ে শুনানি হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Upper Primary Recrutiment Case: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ মামলা, রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল