১০০% কনফার্ম...! তৎকাল টিকিট কাটার সময় 'ফলো' করুন এই 'নিয়মগুলি', কোনও ঝঞ্ঝাট ছাড়াই হাতেনাতে বুকিং

Last Updated:
Tatkal Ticket Booking: এমন কিছু সিক্রেট টিপস রয়েছে, যেগুলো ঠিকভাবে মেনে চললে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই টিপসগুলি কী কী।
1/12
ভারতীয় রেল লক্ষ লক্ষ যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। [কেউ কেউ দৈনন্দিন অফিস যাত্রাতে ট্রেনে জার্নি করেন তো কেউ কেউ ট্রেন ছাড়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন না। ভারতীয় রেলের উপর নির্ভর করে না এমন মানুষজন খুব কমই দেখা যায়। কিন্তু দূরপাল্লার যাত্রায় প্রয়োজন হয় কনফার্ম টিকিট। যা অনেক সময় পেতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়ে আপনাকে। Image: News 18
ভারতীয় রেল লক্ষ লক্ষ যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। [কেউ কেউ দৈনন্দিন অফিস যাত্রাতে ট্রেনে জার্নি করেন তো কেউ কেউ ট্রেন ছাড়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন না। ভারতীয় রেলের উপর নির্ভর করে না এমন মানুষজন খুব কমই দেখা যায়। কিন্তু দূরপাল্লার যাত্রায় প্রয়োজন হয় কনফার্ম টিকিট। যা অনেক সময় পেতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়ে আপনাকে। Image: News 18
advertisement
2/12
তৎকাল টিকিট কাটলেও অনেক সময় কনফার্ম বুকিং পাওয়া যায় না। আর তাতেই হয়রানির শেষ থাকে না। শেষ মুহূর্তে অনেকেই আবার ওয়েটিং টিকিট নিয়ে চড়ে বসেন ট্রেনে। যা ডেকে আনতে পারে বড় বিপদ। দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। Image: News 18
তৎকাল টিকিট কাটলেও অনেক সময় কনফার্ম বুকিং পাওয়া যায় না। আর তাতেই হয়রানির শেষ থাকে না। শেষ মুহূর্তে অনেকেই আবার ওয়েটিং টিকিট নিয়ে চড়ে বসেন ট্রেনে। যা ডেকে আনতে পারে বড় বিপদ। দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। Image: News 18
advertisement
3/12
কিন্তু অফিসের কাজ বা হঠাৎ প্রয়োজন অথবা কোন ব্যক্তিগত কারণে তৎকাল টিকিটের উপরেই ভরসা রাখেন অনেকে। তবে তৎকাল টিকিট মানেই তো রীতিমতো কয়েক সেকেন্ডের মধ্যে বুকিং করতে না পারলেই হাত ফসকে যাবে টিকিট। Image: News 18
কিন্তু অফিসের কাজ বা হঠাৎ প্রয়োজন অথবা কোন ব্যক্তিগত কারণে তৎকাল টিকিটের উপরেই ভরসা রাখেন অনেকে। তবে তৎকাল টিকিট মানেই তো রীতিমতো কয়েক সেকেন্ডের মধ্যে বুকিং করতে না পারলেই হাত ফসকে যাবে টিকিট। Image: News 18
advertisement
4/12
তবে এক্ষেত্রে জেনে নিতে পারেন কিছু সহজ উপায়। এমন কিছু সিক্রেট টিপস রয়েছে, যেগুলো ঠিকভাবে মেনে চললে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই টিপসগুলি কী কী। Image: News 18
তবে এক্ষেত্রে জেনে নিতে পারেন কিছু সহজ উপায়। এমন কিছু সিক্রেট টিপস রয়েছে, যেগুলো ঠিকভাবে মেনে চললে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই টিপসগুলি কী কী। Image: News 18
advertisement
5/12
প্রস্তুতি শুরু করুন দুদিন আগে:তৎকাল টিকিট মানে শেষ মুহূর্তে প্রস্তুতি নিলে হবে না কিন্তু। প্রস্তুতি শুরু করতে হবে আগেই। কোথায় যাচ্ছেন, কোন তারিখে ভ্রমণ, কোন ট্রেনে যাবেন, এই সমস্ত বিষয় অন্তত দুদিন আগে থেকে চূড়ান্ত করে ফেলুন। তৎকাল টিকিট সাধারণত যাত্রার আগের দিন সকাল ১০ টা এবং ১১টা পর্যন্ত পাওয়া যায় এই টিকিট। Image: News 18
প্রস্তুতি শুরু করুন দুদিন আগে:তৎকাল টিকিট মানে শেষ মুহূর্তে প্রস্তুতি নিলে হবে না কিন্তু। প্রস্তুতি শুরু করতে হবে আগেই। কোথায় যাচ্ছেন, কোন তারিখে ভ্রমণ, কোন ট্রেনে যাবেন, এই সমস্ত বিষয় অন্তত দুদিন আগে থেকে চূড়ান্ত করে ফেলুন। তৎকাল টিকিট সাধারণত যাত্রার আগের দিন সকাল ১০ টা এবং ১১টা পর্যন্ত পাওয়া যায় এই টিকিট। Image: News 18
advertisement
6/12
একাধিক ডিভাইস থেকে চেষ্টা করুন:মাত্র একটি ডিভাইস নয়। বরং একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে টিকিট বুকিং করার চেষ্টা করুন। প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে ফোন বা ল্যাপটপ নিতে পারেন বা পরিবারের অন্য কোনও সদস্যদের সাহায্য নিন। এতে টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়।
একাধিক ডিভাইস থেকে চেষ্টা করুন:মাত্র একটি ডিভাইস নয়। বরং একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে টিকিট বুকিং করার চেষ্টা করুন। প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে ফোন বা ল্যাপটপ নিতে পারেন বা পরিবারের অন্য কোনও সদস্যদের সাহায্য নিন। এতে টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়।
advertisement
7/12
দ্রুত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করুন:তৎকাল টিকিটের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড ভাল থাকা জরুরি। দ্রুত ইন্টারনেট কানেকশন আপনাকে তৎকাল টিকিট কনফার্ম করিয়ে দিতে পারে। এর জন্য ওয়াইফাই সবথেকে সেরা বিকল্প।
দ্রুত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করুন:তৎকাল টিকিটের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড ভাল থাকা জরুরি। দ্রুত ইন্টারনেট কানেকশন আপনাকে তৎকাল টিকিট কনফার্ম করিয়ে দিতে পারে। এর জন্য ওয়াইফাই সবথেকে সেরা বিকল্প।
advertisement
8/12
প্রয়োজনীয় তথ্য নাগালের মধ্যে রাখুন:লগইন আইডি, পাসওয়ার্ড, যাত্রীর নাম, বয়স, আধার নম্বর, ট্রেন নম্বর, সবকিছু আগে থেকেই সাজিয়ে ফেলুন। কারণ টাইপ করতে বসলে আপনার বুকিং-র সময় ফুরিয়ে যেতে পারে।
প্রয়োজনীয় তথ্য নাগালের মধ্যে রাখুন:লগইন আইডি, পাসওয়ার্ড, যাত্রীর নাম, বয়স, আধার নম্বর, ট্রেন নম্বর, সবকিছু আগে থেকেই সাজিয়ে ফেলুন। কারণ টাইপ করতে বসলে আপনার বুকিং-র সময় ফুরিয়ে যেতে পারে।
advertisement
9/12
লোয়ার বার্থ নির্বাচন করুন:তৎকাল টিকিট কাটার সময় সবসময় লোয়ার বার্থকে বেছে নিন। হ্যাঁ, লোয়ার বার্থ সাধারণত প্রবীণ নাগরিক, শিশু বা মহিলা যাত্রীদের জন্য অগ্রধিকার দেওয়া হয়। তাই লোয়ার বার্থ বেছে নিলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
লোয়ার বার্থ নির্বাচন করুন:তৎকাল টিকিট কাটার সময় সবসময় লোয়ার বার্থকে বেছে নিন। হ্যাঁ, লোয়ার বার্থ সাধারণত প্রবীণ নাগরিক, শিশু বা মহিলা যাত্রীদের জন্য অগ্রধিকার দেওয়া হয়। তাই লোয়ার বার্থ বেছে নিলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
advertisement
10/12
ট্রেন বাছাই করুন সতর্ক হয়ে:যতটা সম্ভব ব্যস্ত সময় এড়িয়ে চলুন। অনেকেই ছুটির দিন, শনিবার বা রবিবার ভ্রমণের পরিকল্পনা করে ফেলেন। আপনি পরিকল্পনা করুন মঙ্গলবার, বুধবার এরকম কাজের দিনে। এক্ষেত্রে এমন ট্রেনকে বেছে নিন, যা খুব একটা বেশি জনপ্রিয় নয়। কারণ এই সমস্ত ট্রেনে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে।
ট্রেন বাছাই করুন সতর্ক হয়ে:যতটা সম্ভব ব্যস্ত সময় এড়িয়ে চলুন। অনেকেই ছুটির দিন, শনিবার বা রবিবার ভ্রমণের পরিকল্পনা করে ফেলেন। আপনি পরিকল্পনা করুন মঙ্গলবার, বুধবার এরকম কাজের দিনে। এক্ষেত্রে এমন ট্রেনকে বেছে নিন, যা খুব একটা বেশি জনপ্রিয় নয়। কারণ এই সমস্ত ট্রেনে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে।
advertisement
11/12
বুকিং-র পর উদ্বিগ্ন হবেন না:অনেক সময় বুকিং-র পর কিছুক্ষণ পেন্ডিং স্ট্যাটাসে থাকে টিকিট। ফলে সঙ্গে সঙ্গে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। আসলে অনেক ক্ষেত্রে কনফার্মেশন মেসেজ আসে কিছুক্ষণ পরে। তাই চিন্তিত হবেন না।
বুকিং-র পর উদ্বিগ্ন হবেন না:অনেক সময় বুকিং-র পর কিছুক্ষণ পেন্ডিং স্ট্যাটাসে থাকে টিকিট। ফলে সঙ্গে সঙ্গে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। আসলে অনেক ক্ষেত্রে কনফার্মেশন মেসেজ আসে কিছুক্ষণ পরে। তাই চিন্তিত হবেন না।
advertisement
12/12
অর্থাৎ, তৎকাল টিকিট পাওয়া মোটেই কঠিন নয়। একটু নিয়ম মেনে কাটলেই কনফার্ম টিকিট পাওয়া যায়। তাই এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তৎকাল টিকিট পেতে আর কোনওরকম সমস্যা হবে না।
অর্থাৎ, তৎকাল টিকিট পাওয়া মোটেই কঠিন নয়। একটু নিয়ম মেনে কাটলেই কনফার্ম টিকিট পাওয়া যায়। তাই এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তৎকাল টিকিট পেতে আর কোনওরকম সমস্যা হবে না।
advertisement
advertisement
advertisement