১০০% কনফার্ম...! তৎকাল টিকিট কাটার সময় 'ফলো' করুন এই 'নিয়মগুলি', কোনও ঝঞ্ঝাট ছাড়াই হাতেনাতে বুকিং
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tatkal Ticket Booking: এমন কিছু সিক্রেট টিপস রয়েছে, যেগুলো ঠিকভাবে মেনে চললে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই টিপসগুলি কী কী।
ভারতীয় রেল লক্ষ লক্ষ যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। [কেউ কেউ দৈনন্দিন অফিস যাত্রাতে ট্রেনে জার্নি করেন তো কেউ কেউ ট্রেন ছাড়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন না। ভারতীয় রেলের উপর নির্ভর করে না এমন মানুষজন খুব কমই দেখা যায়। কিন্তু দূরপাল্লার যাত্রায় প্রয়োজন হয় কনফার্ম টিকিট। যা অনেক সময় পেতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়ে আপনাকে। Image: News 18
advertisement
advertisement
advertisement
advertisement
প্রস্তুতি শুরু করুন দুদিন আগে:তৎকাল টিকিট মানে শেষ মুহূর্তে প্রস্তুতি নিলে হবে না কিন্তু। প্রস্তুতি শুরু করতে হবে আগেই। কোথায় যাচ্ছেন, কোন তারিখে ভ্রমণ, কোন ট্রেনে যাবেন, এই সমস্ত বিষয় অন্তত দুদিন আগে থেকে চূড়ান্ত করে ফেলুন। তৎকাল টিকিট সাধারণত যাত্রার আগের দিন সকাল ১০ টা এবং ১১টা পর্যন্ত পাওয়া যায় এই টিকিট। Image: News 18
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্রেন বাছাই করুন সতর্ক হয়ে:যতটা সম্ভব ব্যস্ত সময় এড়িয়ে চলুন। অনেকেই ছুটির দিন, শনিবার বা রবিবার ভ্রমণের পরিকল্পনা করে ফেলেন। আপনি পরিকল্পনা করুন মঙ্গলবার, বুধবার এরকম কাজের দিনে। এক্ষেত্রে এমন ট্রেনকে বেছে নিন, যা খুব একটা বেশি জনপ্রিয় নয়। কারণ এই সমস্ত ট্রেনে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে।
advertisement
advertisement