UPPCL AE Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে ১১ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ২৮২ পদে শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি!
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-
https://www.upenergy.in/site/writereaddata/siteContent/20220105173729783801VSA_050122.pdf
আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ২২ পদে অধ্যাপক নিয়োগ, জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Uttar Pradesh Power Corporation Limited) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি |
শূন্যপদের সংখ্যা: | ১১৩ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১১.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ৩১.০১.২০২২
UPPCL AE Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
UPPCL AE Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে পরীক্ষা নেওয়া হবে। প্রায় ৭৫% প্রশ্ন ব্যাচেলর ডিগ্রির স্তর থেকে করা হবে, ১০% জেনারেল নলেজ, ১০% রিজনিং এবং ৫% ভাষার জ্ঞান থেকে প্রশ্ন থাকবে।
UPPCL AE Recruitment 2022: আবেদন ফি
১১৮০ টাকা জেনারেল ক্যাটাগরি/ ওবিসি প্রার্থীদের জন্য, ৮২৬ টাকা এসসি/এসটি ক্যাটাগরি, এবং ১২ টাকা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ধার্য করা হয়েছে।
UPPCL AE Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।