TRENDING:

Union Ministry of Education: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ

Last Updated:

Union Ministry of Education: প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রথম শ্রেণিতে ভর্তি করার জন্য শিশুর ন্যূনতম বয়স বেঁধে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আগে যে বয়স ছিল, তা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে বয়স। শিশুর মানসিক বিকাশের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। ৬ বছর বয়সের বেশি না হলে শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে না বলে ঘোষণা করেছে মন্ত্রক। সমস্ত স্কুলকেই মানতে হবে এই নির্দেশিকা।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬
advertisement

দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ করা হয়েছে, প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার।

আরও পড়ুন: ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস 

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন 

এতদিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসছে। বয়স ন্যূনতম ৬ বছর না হলে কোনও শিশু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একটি শিশুর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর এক দিন। সরকারি-বেসরকারি সব স্কুলে ভর্তির ক্ষেত্রেই এই বয়সসীমা প্রযোজ্য হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Union Ministry of Education: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল