“NEP ২০২০ হল প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত ভারতের শিক্ষার ভবিষ্যৎ। এর লক্ষ্য একজন ব্যক্তির সর্বাঙ্গীণ উন্নয়ন। এর লক্ষ্য শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেওয়া,” বলেন ধর্মেন্দ্র।
আরও পড়ুন- খুলবে প্রচুর ক্যারিয়ারের পথ, শিলিগুড়িতে স্নাতকে শুরু সাইবার সিকিউরিটি কোর্স
আরও পড়ুন- দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
advertisement
মন্ত্রীর কথায়, ভারত জ্ঞানভিত্তিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। “বিশ্বের নেতৃত্ব দিতে গেলে ভারতকে সঠিক জায়গা নিশ্চিত করতে হবে। আর তার নেপথ্যে ভারতের শিক্ষাগত ভ্রাতৃত্বের বড় ভূমিকা রয়েছে৷ জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর লক্ষ্যেই একটি পথ,” বলেন ধর্মেন্দ্র প্রধান৷
“যখন মহামারী শুরু হয়েছিল, তখন ভারত প্রচুর পরিমাণে পিপিই উত্পাদন করত না। দুই বছরে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় পিপিই রপ্তানিকারকদের মধ্যে একজন হয়ে উঠি,” দেশের স্থানার্জনের উদাহরণ তুলে ধরে বলেন মন্ত্রী। পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরাও এই আলোচনাসভায় অংশ নিয়েছিলেন এবং ভারতের শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের চিন্তাভাবনাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।