নজিরবিহীনভাবে এই প্রথম কোন স্কুল থেকে মেধাতালিকায় একই সঙ্গে এত সংখ্যক ছাত্রছাত্রী মেধাতালিকায় স্থান পেল। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য কি এত সংখ্যক পড়ুয়ার মেধা তালিকায় স্থান? যদিও এতে অন্য কোনো কারণ দেখছেন না সংসদ সভাপতি।
আরও পড়ুন: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ
advertisement
অন্যদিকে, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল থেকেও উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ১০ জন পড়ুয়া জায়গা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের জলচক স্কুলের পর এই স্কুল থেকে দ্বিতীয় সবথেকে বেশি মেধাতালিকায় স্থান করেছেন ছাত্রছাত্রীরা। যার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অধীশা দেবশর্মা। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৮। সে পেয়েছে মোট ৯৯.৬৯ শতাংশ নম্বর।
আরও পড়ুন: নাচ-আবৃত্তিতে তুখোড়, উচ্চ মাধ্য়মিকে প্রথম অধীশার স্বপ্ন চাকরি আর পথশিশুদের জন্য কাজ
এদিকে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির স্কুল থেকে মেধাতালিকায় ৯ জন ছাত্র-ছাত্রী স্থান দখল করেছে। মেধা তালিকায় তৃতীয় সর্বোচ্চ মেধা তালিকায় স্থান করেছে পড়ুয়ারা।