TRENDING:

খুদে খুদে হাতে ভবিষ্যতের বীজ! প্রকৃতিকে আগলাচ্ছে কারা? মুর্শিদাবাদের স্কুলে বনমহোৎসবে পরিবেশ সচেতনতার পাঠ খুদেদের

Last Updated:

মুর্শিদাবাদের কমল কুমারী দেবী মডেল স্কুলে বনমহোৎসব পালিত হল। ছোটদের পরিবেশ সচেতনতার পাঠ দিয়ে গাছ লাগানোর গুরুত্ব শেখানো হচ্ছে। শিক্ষিকা শেলি চ্যাটার্জি বললেন, ছোটদের সহজভাবে শেখানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছোট ছোট হাত দিয়ে প্রকৃতিকে আগলে নিচ্ছে তারা 
ছোট ছোট হাত দিয়ে প্রকৃতিকে আগলে নিচ্ছে তারা 
advertisement

দূষণ বাড়ছে, প্রকৃতিকে বাঁচাতে লাগাতে হবে গাছ। পরিবেশকে বাঁচাতে হবে। এই কঠিন বিষয় সহজ করে ছোট থেকেই মনের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে এই স্কুলে। বাচ্চারাও পরম আনন্দে আপন করে নিচ্ছে পরিবেশ সচেতনতার পাঠ। ছোট থেকেই তারা জানছে গাছ লাগানোর কারণ, পরিবেশ বাঁচানোর কৌশল, প্রকৃতির ভারসাম্য ইত্যাদি। এ যেন তাদের কাছে পড়া পড়া খেলার মতো।

advertisement

জগদীপ ধনখড়ের মতো ‘ভুল’ আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?

ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!

দু-হাতে রঙ মেখে ছোট ছোট খুদেরা নিজেদের আর্ট পেপারে ছাপ তুলছে পরম আনন্দে। কেউ তৈরি করছে গাছ, টব, ফুল, প্রজাপতি, ময়ূর, জিরাফ আরও নানান কিছু। কেউ কেউ হাতে ছাপে তৈরি করেছে সবুজ পৃথিবী। দূষণের থেকে বাঁচাতে হবে পৃথিবীকে। বাঁচাতে হবে জীবের প্রাণ। আগলে রাখতে হবে বাস্তুতন্ত্রকে। বিষয়টা কঠিন। এই কঠিন বিষয়কেই সহজ করে আরও সহজদের মাঝে ছড়িয়ে দিয়ে বেশ কঠিন কাজ উতরে দিয়েছেন স্কুলের শিক্ষিকারা।

advertisement

শিক্ষিকা শেলি চ্যাটার্জি বললেন, ‘আমরা মাঝে মাঝেই এইরকম কাজ করি। বাচ্চাদের ছোট থেকেই সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে শেখালে তারা বড় হয়ে সেটাই করবে। এরা মাটির মতো। যেমন করে তৈরি করা হবে শুরুতে, পরে গিয়েও তেমনভাবেই গড়ে উঠবে তারা। আমাদের এই কাজ কঠিন ছিল। ওরা ছোট, তাই ওদের মনের মতো করে সহজ করে বুঝিয়ে তবেই কাজটা করা গিয়েছে। ছোটরা ভীষণ মজা পেয়েছে’।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
খুদে খুদে হাতে ভবিষ্যতের বীজ! প্রকৃতিকে আগলাচ্ছে কারা? মুর্শিদাবাদের স্কুলে বনমহোৎসবে পরিবেশ সচেতনতার পাঠ খুদেদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল