আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মারাত্মক ঘটনা ভুবনেশ্বরে, দেখুন ভাইরাল ভিডিও
TRB Tripura PGT Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ২০-২২টা কুকুরের সঙ্গে ছেলেকে ঘরে আটকে রাখে বাবা-মা! পুণেতে মারাত্মক কাণ্ড
TRB Tripura PGT Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সোশিওলজি- ৭৫টি পদ
জিওগ্রাফি- ৭৫টি পদ
ইকোনমিকস- ৭৫টি পদ
সাইকোলজি- ৭৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (Teachers Recruitment Board, Tripura) |
পদের নাম: | পোস্ট গ্র্যাজুয়েট টিচার |
শূন্যপদের সংখ্যা: | ৩০০ |
কাজের স্থান: | ত্রিপুরা |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ তারিখ: | ২০.০৫.২০২২ |
বেতনক্রম: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা, বি.এড ডিগ্রি |
আবেদন শুরু তারিখ: | চলছে |
নির্বাচন পদ্ধতি: | সিলেকশন টেস্ট |
TRB Tripura PGT Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে এবং এর সঙ্গে বি.এড ডিগ্রি থাকতে হবে।
TRB Tripura PGT Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত হতে পারে।
TRB Tripura PGT Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের সিলেকশন টেস্ট নেওয়া হবে। অনলাইনে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
TRB Tripura PGT Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা এবং SC/ST/PH বিভাগের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে এখানে উপলদ্ধ বিজ্ঞপ্তি লিঙ্কে ক্লিক https://trb.tripura.gov.in/sites/default/files/uploaded-files/STPGT-%202022%20Notice.pdf করে দেখতে পারেন।