Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মারাত্মক ঘটনা ভুবনেশ্বরে, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে এই দৃশ্য। (Viral Video)

Viral Video
Viral Video
#ভুবনেশ্বর: তৎপর কর্তব্যরত রেলপুলিশের কনস্টেবল৷ যার জেরে প্রাণে বাঁচলেন এক যাত্রী৷ হাড়হিম করা ভুবনেশ্বর রেলস্টেশনের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক মহিলা যাত্রী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে প্রায় ট্রেনের নীচে চলে গিয়েছিলেন৷ কিন্তু সেই মুহূর্তে সেখানে কর্তব্যরত হেড কনস্টেবল এস মুন্ডা সজাগ ছিলেন৷ তাঁর প্রত্যুৎপন্নমতিত্বেই প্রাণে বাঁচেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে এই দৃশ্য। (Viral Video)
ঘটনাটি ঘটেছে বুধবার ওড়িশার ভুবনেশ্বর স্টেশনে। প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। প্যাসেঞ্জার ট্রেন থেকে নামতে গিয়ে মহিলা একেবারে ট্রেনের নীচে ঢুকে পড়েছিলেন। সেখানে কর্তব্যরত হেড কনস্টেবল হ্যাঁচকা টান দিয়ে মহিলাকে নীচে ঢোকা থেকে আটকান। ওই মহিলার পরেই আরেক মহিলা ওই গেট থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে পড়েন।
আরও পড়ুন: পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে মহিলার 'ঝাঁপ'! পরের ঘটনা তুমুল ভাইরাল, দেখুন
কয়েকদিন আগে পুরুলিয়াতেও এমনই এক ঘটনা ঘটেছিল। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় অনেক সময়ই খানিকটা ধীরে হতেই নামতে শুরু করেন অনেকে। যাঁদের এই কাজ করতে করতে অভ্যেস হয়ে গিয়েছে, তাঁরা অনেকেই বিপদের মুখে না পড়লেও, বেশিরভাগেরই দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে। পুরুলিয়া স্টেশনে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন এক মহিলা। আর পরেই ঘটে বিপত্তি। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে ট্রেনের নীচে ঢুকে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানেই ত্রাতা হয়ে দৌড়ে যান এক আরপিএফ অফিসার।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ২০-২২টা কুকুরের সঙ্গে ছেলেকে ঘরে আটকে রাখে বাবা-মা! পুণেতে মারাত্মক কাণ্ড
প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে গোটা ঘটনা। আরপিএফ আদ্রা ডিভিশনের তরফে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়। এবং ওই ত্রাতা পুলিশকর্মী, বাবলু কুমারকে তাঁর কৃতিত্বের জন্য সাধুবাদ জানানো হয়। ট্যুইটারে শেয়ার করা ফুটেজের ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর। সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। ফুটেজে দেখা যায় আচমকাই ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন পর পর দুই মহিলা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মারাত্মক ঘটনা ভুবনেশ্বরে, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement