সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷
আরও পড়ুন: প্রাক্তন জেলা সভাধিপতি, তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী! অযোগ্যদের তালিকায় নাম বেরোতেই উধাও কবিতা
advertisement
এ দিন এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরাই শুধু নয়, তাঁদের আত্মীয় পরিজনদের নামও রয়েছে বলে খবর৷ পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷ তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এই তালিকা প্রকাশের পর স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল৷
অযোগ্যদের তালিকায় তাঁর নাম থাকা নিয়ে ফোন করা হলে বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছুই বলব না৷’