SSC Tainted List: প্রাক্তন জেলা সভাধিপতি, তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী! অযোগ্যদের তালিকায় নাম বেরোতেই উধাও কবিতা

Last Updated:

২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷

উত্তর দিনাজপুরের ইটাহারের স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন কবিতা বর্মন৷
উত্তর দিনাজপুরের ইটাহারের স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন কবিতা বর্মন৷
মুক্তা সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি৷ আবার স্কুলের শিক্ষিকাও ছিলেন৷ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ এত দাপুটে নেত্রী হয়েও শেষ রক্ষা হল না৷ শনিবার সন্ধ্যায় এসএসসি-র প্রকাশিত ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি নেত্রী কবিতা বর্মনের নামও৷ যদিও তালিকা প্রকাশের পর কবিতা বর্মনের বাড়িতে গিয়ে তাঁর দেখা মেলেনি৷
২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷ যদিও এ দিন অযোগ্যদের তালিকায় নাম প্রকাশের পর রায়গঞ্জের চণ্ডীতলা ওই বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি৷
তবে একা কবিতা নন, এ দিন অযোগ্যদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, তার মধ্যে রাজনৈতিক পদে থাকা অনেকেরই নাম রয়েছে বলে খবর৷ রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের আত্মীয়দের নামও রয়েছে তালিকায়৷ বিভিন্ন জেলা থেকেই এই ধরনের খবর উঠে আসছে৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Tainted List: প্রাক্তন জেলা সভাধিপতি, তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী! অযোগ্যদের তালিকায় নাম বেরোতেই উধাও কবিতা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement