TRENDING:

Higher Secondary Result 2025: উচ্চমাধ্যমিকে সেরা দশের তালিকায় এক স্কুলের তিন ছাত্রী! জানলে গর্বিত হবেন

Last Updated:

Higher Secondary Result 2025: মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকেই সেরা দশের পঞ্চম স্থানে রয়েছে এক ছাত্রী ঐশিকী দাস। এছাড়া অষ্টম স্থানে রয়েছে এই স্কুলের আরোও দুই কৃতী ছাত্রী লিনা দাস ও কৃষ্টি সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা করা হয়েছে ৭ মে। রাজ্যে সেরা দশের কৃতী তালিকায় রয়েছে কোচবিহারের ছয় কৃতী। আর এতেই স্বভাবতই আনন্দ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। তবে এবার জেলার এক স্কুলের তিনজন ছাত্রীর নাম রয়েছে সেরা দশের তালিকায়। কোচবিহারের মূল শহরের থেকে কিছুটা দূরে মহিষবাথান এলাকা। এই এলাকায় রয়েছে মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকেই সেরা দশের পঞ্চম স্থানে রয়েছে এক ছাত্রী। এছাড়া অষ্টম স্থানে রয়েছে এই স্কুলের আরোও দুই কৃতী ছাত্রী।
advertisement

এই গাছ বিষধর সাপের জন্য ‘মৃত্যুর দূত’, ঘরেই তৈরি হবে প্রতিরক্ষা কবচ… কেউটে সাপও কাঁপবে!

ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS লাগবে না! এই ৫টি ‘ইউনিক’ মেডিক্যাল কোর্স করলে চিকিৎসকের মতোই ‘মূল্য’ পাবেন

রাজ্যে পঞ্চম স্থানাধিকারী ঐশিকী দাস জানায়, \”উচ্চমাধ্যমিকের ফলাফলে রাজ্যে পঞ্চম হওয়ার বিষয়টি সে আগে ভাবতে পারেনি। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯৩। আগামীদিনে গবেষক হতে চায় সে। গবেষক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায়। তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও শিক্ষকেরা।\” রাজ্যে অষ্টম স্থনাধিকারী লিনা দাস জানায়, \”উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই সফলতা অনেকটাই খুশি করেছে তাঁকে এবং তাঁর পরিবারকে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯০। আগামীতে ডাক্তার হতে চায় সে। ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় সে। তাঁর সাফল্যে খুশি বহু মানুষ।\”

advertisement

রাজ্যে অষ্টম স্থানাধীকারী আরেক ছাত্রী কৃষ্টি সরকার জানায়, \”পড়াশোনার প্রতি ভালোলাগা রয়েছে সবসময়। তাইতো তাঁর এই সফলতায় অনেকটাই খুশি সকলে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯০। তার এই সফলতায় খুশি পরিবার ও স্কুল কর্তৃপক্ষ।\” মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদার জানান, \”তাঁর বিদ্যালয় থেকে পরপর তিনজন এমন সফলতা পেয়েছে জেনেই আনন্দিত হয়ে পড়েছেন তিনি। ছাত্রীদের সকলের আরোও অনেক সফলতা কামনা করছেন তিনি। জেলার আরোও কৃতীরা থাকলেও একটি স্কুল থেকে এই তিনজন কৃতী মেধাতালিকায় রয়েছে। মূলত এই কারনেই স্কুলের নাম ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।\”

advertisement

জেলা কোচবিহারের মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে আগেও বহু কৃতী মেধা তালিকায় স্থান পেয়েছে। এবারে একসঙ্গে তিন জন কৃতীর এই সাফল্যে রীতিমত খুশি বিদ্যালয় কতৃপক্ষ। আগামীতে বিদ্যালয়ের নাম আরোও উজ্জ্বল হয়ে উঠুক এটাই প্রত্যাশা সকলের। আগামীতে ঐশিকী, লিনা এবং কৃষ্টির মতন আরোও বহু কৃতী মেধা তালিকায় নিজেদের স্থান অধিকার করুক এটাই আশা সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result 2025: উচ্চমাধ্যমিকে সেরা দশের তালিকায় এক স্কুলের তিন ছাত্রী! জানলে গর্বিত হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল