TRENDING:

বিরাট সাফল্য জেলার এই কৃতী যুবকের! গবেষণা করতে এবার সুইডেন পাড়ি দিচ্ছেন দীপ

Last Updated:

কোচবিহারের এক কৃতী যুবক দীপ চন্দ কোচবিহার থেকে সুইডেন যাচ্ছে। সেখানেই সে যাচ্ছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ (রিসার্চ) করতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের ২ নং ব্লকের রাজারহাট এলাকা। সেখানেই বাড়ি দীপ চন্দের। মধ্যবিত্ত পরিবারের এই যুবক এবার পাড়ি দিচ্ছেন সুদূর সুইডেনে। কোচবিহার থেকে সুইডেনের দূরত্ব ৬৪৩৩ কিলোমিটার। সেখানেই সে যাচ্ছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করতে। ছোট থেকেই মেধাবী ছাত্র দীপ। ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে সে উচ্চমাধ্যমিক পাশ করে। তারপর জুলজিতে অনার্স এবং স্নাতকোত্তর। এরপর সর্বভারতীয় সিএসআইআর (নেট) পরীক্ষায় ৬৪ র‍্যাংক করেন। এবার তিনি যাচ্ছেন কম্পিউটেশনাল বায়োলজি সম্পর্কিত একটি গবেষণা করতে। আর এই কারণেই বর্তমানে খুশি তাঁর পরিবার।
advertisement

ট্রেনে চড়েই ‘বড়লোক’! এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নেমে যেতেন এই যাত্রী… GRP ধরতেই অবাক কাণ্ড!

ডক্টর দীপ চন্দ জানান, “দীর্ঘ সময় ধরে তাঁর ইচ্ছে গবেষণার মাধ্যমে নতুন কিছু বের করা। তাই এবার সে গবেষণা করতেই যাচ্ছে এবার সুদূর সুইডেনে। ওবিসিটি এবং টাইপ ২ ডায়বেটিসের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া নিয়েই হবে তাঁর রিসার্চ। এই রিসার্চের মাধ্যমে ভবিষ্যতে সাধারণ মানুষের উপকারে লাগতে চায় সে। যদিও ইতিমধ্যেই সুইডেন যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। আগামী ৬ মে সে কোচবিহার পাড়ি থেকে রওনা দেবে সুইডেনের উদ্দ্যেশে। আর এতেই গোটা পরিবার খুশি। এছাড়াও খুশি তাঁর আত্মীয়পরিজন ও বন্ধুরা।”

advertisement

গুলি-বারুদ ছাড়াই ‘ধ্বংস’ হবে পাকিস্তান! পহেলগাঁওয়ের বদলা নিতে যা প্রস্তুতি নিয়েছে ভারত…শুনলে চমকাবেন!

ডক্টর দীপ চন্দের মা মালা চন্দ জানান, দীর্ঘ সময় ধরে তাঁর ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ। তাই তিনি আশা করেছিলেন যে ছেলে হয়তো বিদেশ যাবে। এবার তাঁদের এই স্বপ্ন পূরণ হচ্ছে। ছেলের আরোও অনেক সাফল্য কামনা করছেন তিনি। তবে ছেলে সকলের থেকে দূরে সুইডেনে যাচ্ছে ভেবে মনখারাপও হয়ে রয়েছে পরিবারের সকলের। তবে ছেলে বড় হোক এটাই আশা। ডক্টর দীপ চন্দের এক বন্ধু তমাদিত্য ভট্টাচার্য জানান, বন্ধুর এত বড় প্রাপ্তি যেন আনন্দের একটি বড় কারণ তাঁর কাছে। তিনিও অনেকটাই খুশি। তিনি চান বন্ধু যেন অনেকটা সাফল্য পায় এই রিসার্চের কাজে।

advertisement

দীর্ঘ সময় ধরে জেলা কোচবিহারের এই মেধাবী যুবকের অনেকটাই পড়াশোনার প্রতি ঝোঁক। আর এবার তিনি সুইডেনে পাড়ি দিচ্ছেন, তাই স্বভাবতই কোচবিহারের মুকুটে আরেকটা নতুন পালক যুক্ত হতে চলেছে। রিসার্চের মাধ্যমে ডক্টর দীপ চন্দ আরোও অনেকটা এগিয়ে যেতে চান। এছাড়াও তিনি চান তাঁর রিসার্চের মাধ্যমে সাধারণ মানুষের উপকারে লাগতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
বিরাট সাফল্য জেলার এই কৃতী যুবকের! গবেষণা করতে এবার সুইডেন পাড়ি দিচ্ছেন দীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল