আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাদের কপালে সিঁদুর টিকা দিলেন মাতৃশক্তিরা! দেখুন কী কাণ
এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের আগামী জীবনের সঠিক লক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ক্যারিয়ার কাউন্সিলিং মেলার আয়োজন করা হতো বর্তমানে এখনও বিভিন্ন কলেজে আয়োজন করা হয়। তবে বীরভূম জেলার স্কুলে এই প্রথম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্যারিয়ার কাউন্সিলিং মেলার আয়োজন করা হয়। বীরভূম জেলার সদর শহর সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলে দুই দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন: মাথার পিছনে জমাট বেঁধে রক্ত, …আম পাড়ার অপরাধে বেদম মা*র! আশঙ্কাজনক কোন্নগরের কিশোর
স্কুলের শিক্ষকের তরফ থেকে জানা যায় দুই দিনের জন্য এই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়। যার জন্য মোট ১৪ টি নামিদামি কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন।বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের আগামীর দিশা দেখাবেন। মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর পর ছাত্রছাত্রীরা দিশা খুঁজে পান না তারা আগামী দিনে কী হতে চায়,তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ।
অন্যদিকে স্কুলের ছাত্ররা জানাচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণীর পর তারা বুঝতে পারেন না তারা কোন পরীক্ষায় বসবেন বা আগামী দিনে কী হতে চান তাই অনেকেই আইআইটি এবং ডিফেন্স বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তবে বীরভূম জেলাই প্রথম এই স্কুলে এই ধরনের মেলার আয়োজন করার ফলে অনেকটাই সুবিধা হবে আগামী দিনের পরিকল্পনা করতে।





