আরও পড়ুনঃ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে জ্ঞান হারাল পরীক্ষার্থী,তারপর…
তাই, সে পড়াশোনা পাশাপাশি আমার দোকান চালিয়ে তার পরীক্ষা দিচ্ছে সে। যাতে দোকান বন্ধ না হয় সেই কারণে প্রতিদিন সে পরীক্ষা দেওয়ার আগে এক ঘন্টা দোকান চালিয়ে দোকান বন্ধ করে পরীক্ষা দিতে চলে যায় আবার পরীক্ষা শেষ হলে বাড়িতে এসে অল্প কিছু খাওয়া-দাওয়া করার পর আবারও সেই দোকান খুলে বসে পড়ে। দোকান চালাতে চালাতে বইয়ের পাতাতে চোখ বুলিয়ে নেয়ে সে। আর এভাবেই সে তার জীবন সংগ্রামে লড়াই চালিয়ে যাচ্ছে।
advertisement
বাড়িতে বাবা মা এবং একটা ভাই আছে তার ও পড়াশোনা নিজের কাঁধে তুলে নিয়েছে। বাবার সেভাবে দোকানে আসতে পারেনা তাই সাহেব পড়াশোনার পাশাপাশি যাতে তাদের সংসার ঠিকভাবে চলতে পারে সেই কারণ নে দোকানে প্রতি একমাত্র ভরসা তিনি। তবে, একসময় তিনি ভেবে ছিল অভাবের কারণেই পড়াশোনা হয়তো ছেড়ে দেব।
কিন্তু তাঁর বাবা ও পরিবারের বাকি সদস্যের কোন ভাবেই তার পড়াশোনা ছাড়তে দেয়নি। তাই, সে চালিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে পড়াশোনা করে পরিবারের জন্য কিছু একটা করে দেখাতে চাই যাতে তার অভাবটা দূর হতে পারে।
সুমন সাহা