আরও পড়ুনঃ মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা। যা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়। যাতে এসব শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের সর্বোত্তম অপশন বেছে নিতে পারেন। তার জন্যই কিছু ক্যারিয়ার গাইডেন্স দেওয়াই এই সেমিনারের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক উপস্থিত হন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) রবি প্রকাশ মিনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডিন জ্যোতির্ময় কারফর্মা সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। সেমিনার অংশগ্রহণ করা স্কুল পড়ুয়ারা জানিয়েছেন, ‘‘এমন সেমিনারের আয়োজন করায় তাদের আগামীদিনে উচ্চ শিক্ষার জন্য সহযোগিতা হবে। তাঁরা খুব সহজেই সঠিক বিষয়টি নিয়ে এগোতে পারবেন।’’
advertisement
আরও পড়ুনঃ ৭ দিনে অ্যালোভেরার রসেই ঘায়েল অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য! শুধু জেনে নিন খাওয়ার ‘সঠিক’ সময়
এদিন আইএস, আইপিএস ডব্লুবিসিএস আধিকারিকদের কাছে ক্যারিয়ার সম্পর্কে একাধিক বিষয়ে জানল ছাত্রছাত্রীরা। শিবিরে wbcareerportal.in ওয়েবসাইট ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে। যেখানে আগে থেকেই পরিকল্পনা করে এগোতে পারবে পড়ুয়ারা। পড়াশোনার জীবন চলাকালীন উচ্চতর শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন শুরুর ক্ষেত্রে বিচার বিবেচনা শুরু করে দিতে হবে। এমনকি সঠিক উপদেশ ও সিদ্ধান্তে বদলে যেতে পারে পড়ুয়ার আগামী ভবিষ্যৎ।
সুস্মিতা গোস্বামী



