প্রসঙ্গত, এনসিটিই-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। তারপর থেকে এ রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে কেন্দ্রের আইন মানার কথা বলা হয় এসএসসিকে। তারপর এসএসসির তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এর দরুণ কয়েক হাজার টেট উত্তীর্ণদের সুবিধা হবে বলেও জানানো হয়। এর আগে টেট উত্তীর্ণ দের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর। অর্থাৎ একবার টেট উত্তীর্ণ হলে আবার সাত বছর পর টেট দিতে হতো।এবার থেকে তা আর হবে না এ রাজ্যে।
advertisement
এর কয়েকদিন আগেই টেটের পাশ মার্কস নিয়ে তোলপাড় হয় আদালত৷ আদালতের তরফ থেকে বলা হয়, ঠিক কত নম্বর পেলে টেট পরীক্ষায় পাশ করা যাবে, ৮২ নাকি ৮২.৫, তা নিয়ে মতবিরোধ তৈরি হয় আদালতের দুই বিচারপতির মধ্যে৷ শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধানে মামলা তৃতীয় বিচারপতির বেঞ্চে গড়ায়৷