TRENDING:

TET 2022 : কেউ ছবি আনেনি, কারও কাছে নেই অ্যাডমিটের জেরক্স! ত্রাতা হয়ে এগিয়ে এল পুলিশ...

Last Updated:

কখনও পুলিশকর্মী হয়ে উঠলেন ফোটোগ্রাফার, আবার কখনও পরীক্ষার্থীর প্রয়োজনীয় সামগ্রী অতি দ্রুত তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কাজ সারলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যজুড়ে রবিবার টেট পরীক্ষা৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এ বছর পরীক্ষা দিতে বসেছেন মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। শিক্ষামন্ত্রী নিজেও জানিয়েছেন পরীক্ষা খুব নির্বিঘ্নে হয়েছে। বিতর্ক এড়িয়ে সুষ্ঠু ভাবে টেট পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছে পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ৷ নিরাপত্তার ঘেরাটোপে প্রশ্ন পৌঁছয় পরীক্ষাকেন্দ্রে৷ কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি দেখাই প্রধান লক্ষ্য ছিল পুলিশের৷ কিন্তু এদিন পুলিশের অন্য এক ভূমিকাও চোখে পড়ল৷
advertisement

আরও পড়ুন: '৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু

টালিগঞ্জ থানা এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে পুলিশকে দেখা গেল ‘অন্য’ এক ভূমিকাতেও। কখনও পুলিশকর্মী হয়ে উঠলেন ফোটোগ্রাফার, আবার কখনও পরীক্ষার্থীর প্রয়োজনীয় সামগ্রী অতি দ্রুত তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কাজ সারলেন। দেশবন্ধু ফর গার্লস কলেজে পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখেন তাঁদের কাছে নেই অ্যাডমিট কার্ডের জেরক্স কপি৷ কেউ আবার নিজের দু’কপি ছবি ছাড়া চলে এসেছেন পরীক্ষাকেন্দ্রে। ভিতরে প্রবেশ করেই বিপত্তি। তাহলে কি চাকরি পরীক্ষা থেকে বঞ্চিত হবেন তাঁরা?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভাবনায় যখন তাঁরা উদ্বিগ্ন, তখনই এগিয়ে এল টালিগঞ্জ থানার পুলিশ৷ কেন্দ্রের মধ্যেই পরীক্ষার্থীর ছবি তুললেন পুলিশ, দ্রুত পাঠানো হল সংশ্লিষ্ট এলাকার স্টুডিওতে। কিছু সময়ের মধ্যে স্টুডিও থেকে প্রিন্ট করে এনে ছবি তুলে দেওয়া হল পরীক্ষার্থীদের হাতে। পরীক্ষার জন্য এলাকায় বন্ধ জেরক্সের দোকান। তাতে কী, পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে। সময় নষ্ট না করেই অ্যাডমিট কার্ডের ছবি তুলে পাঠানো হল থানায়। সেখান থেকে প্রিন্ট করে আনা হল অ্যাডমিট কার্ড। এ যেন এক ‘অন্য’ পুলিশ।তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের গল্প দূরে সরিয়ে সাহায্যর হাত বাড়াল এই তারাই। এমনকী যাঁরা দেরিতে এসে অপেক্ষা করছিলেন কেন্দ্রের দরজায়, তাঁদের প্রবেশের জন্যও পর্ষদের অফিসারদের কাছে অনুরোধ করেন পুলিশ কর্মীরাই। চাকরির পরীক্ষা বলে কথা তো!

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET 2022 : কেউ ছবি আনেনি, কারও কাছে নেই অ্যাডমিটের জেরক্স! ত্রাতা হয়ে এগিয়ে এল পুলিশ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল