'৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
- Published by:Suvam Mukherjee
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে বলে দাবি শুভেন্দু অধিকারীর।
#কলকাতা: রাত পোহালেই প্রাথমিক টেট। তার আগেই টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির চুঁচুড়ার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ, "কোনও পরীক্ষার বিরোধিতা আমরা করি না। মেধাযুক্ত সুস্থ পরিবেশে যেমন রেলের পরীক্ষা হয়, সে ভাবেই টেট পরীক্ষা হওয়া উচিত।"
বিরোধী দলনেতা আরও বলেন, "আমাদের কাছে বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে এই বলে যে, পরীক্ষার্থীদের প্রশ্ন বলে দেওয়া হবে। তবে তার আগে ১০ লক্ষ টাকার কনট্রাক্ট করতে হবে। ৫ লক্ষ টাকা অগ্রিম দিলেই শনিবার রাতের মধ্যেই সেই প্রশ্ন হাতে পেয়ে যাবেন, উত্তরও লিখতে পারবেন। পরবর্তীকালে পরীক্ষায় পাশ করলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে।"
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, "যদি এই ব্যবস্থার মাধ্যমে টেট পরীক্ষা হয়, তাহলে পরীক্ষা নেওয়ার কোনও মানেই হয় না। আমরা চাই মেধাযুক্ত পরীক্ষার্থীরা চাকরি পাক। বিগত দিনে টেট পরীক্ষার্থীরা কীভাবে প্রতারিত হয়েছেন, তা আদালতের নির্দেশে তদন্তেই স্পষ্ট হয়ে গেছে। ফের যদি একই রকম ব্যবস্থায় রবিবারের টেট পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষার নেওয়ার কোনও মানেই হয় না।"
advertisement
শনিবার হুগলী সাংগঠনিক জেলার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির অধিকার সভায় অংশ নেন শুভেন্দু। সেখানেই সভা করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 9:04 PM IST

