'৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Last Updated:

বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে বলে দাবি শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
#কলকাতা: রাত পোহালেই প্রাথমিক টেট। তার আগেই টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির চুঁচুড়ার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ, "কোনও পরীক্ষার বিরোধিতা আমরা করি না। মেধাযুক্ত সুস্থ পরিবেশে যেমন রেলের পরীক্ষা হয়, সে ভাবেই টেট পরীক্ষা হওয়া উচিত।"
বিরোধী দলনেতা আরও বলেন, "আমাদের কাছে বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে এই বলে যে, পরীক্ষার্থীদের প্রশ্ন বলে দেওয়া হবে। তবে তার আগে ১০ লক্ষ টাকার কনট্রাক্ট করতে হবে। ৫ লক্ষ টাকা অগ্রিম দিলেই শনিবার রাতের মধ্যেই সেই প্রশ্ন হাতে পেয়ে যাবেন, উত্তরও লিখতে পারবেন। পরবর্তীকালে পরীক্ষায় পাশ করলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে।"
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, "যদি এই ব্যবস্থার মাধ্যমে টেট পরীক্ষা হয়, তাহলে পরীক্ষা নেওয়ার কোনও মানেই হয় না। আমরা চাই মেধাযুক্ত পরীক্ষার্থীরা চাকরি পাক। বিগত দিনে টেট পরীক্ষার্থীরা কীভাবে প্রতারিত হয়েছেন, তা আদালতের নির্দেশে তদন্তেই স্পষ্ট হয়ে গেছে। ফের যদি একই রকম ব্যবস্থায় রবিবারের টেট পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষার নেওয়ার কোনও মানেই হয় না।"
advertisement
শনিবার হুগলী সাংগঠনিক জেলার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির অধিকার সভায় অংশ নেন শুভেন্দু। সেখানেই সভা করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement