ইংরেজি এবং সাইকোলজি বিষয়ে ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। অস্থায়ী ভিত্তিতে ইংরেজি বিষয়ে টিজিটি এবং সাইকোলজি বিষয়ে পিজিটি বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন জানাতে পারবেন। ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর এবং সঙ্গে বিএড প্রশিক্ষণ থাকলে আবেদন জানাতে পারবেন এই শিক্ষকতার জন্য। অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই শিক্ষকতার জন্য। একটিমাত্র পদে আবেদন নেওয়া হচ্ছে।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয়ে ইংরেজি এবং সাইকোলজি বিষয়ে একজন শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১০ জুলাই আবেদন জানানোর শেষ তারিখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি এবং বিএড-এর প্রশিক্ষণ থাকতে হবে। শুধু তাই নয়, ইংরেজি বিষয়ে থাকতে হবে স্নাতক ডিগ্রি। ইংরেজি মাধ্যম বোর্ডগুলি থেকে পাস করে থাকলে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন: লক্ষাধিক টাকা মাসিক বেতন, সরকারি চাকরির নিশ্চয়তা! বিশ্বভারতীতে চাকরির সেরা সুযোগ জানুন
জানা গিয়েছে, আবেদনকারীকে ইংরেজিতে কথা বলতে বলার সাবলীল হতে হবে এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, বিদ্যালয়ের নিয়ম মেনেই বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য বিদ্যাসাগর শিশু নিকেতনের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করে ফটোকপি এবং বিভিন্ন তথ্য ও নথি একসঙ্গে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দফতরে মুখবন্ধ খামে পাঠাতে হবে। ১০ জুলাই বিকেল তিনটে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তাই শিক্ষকতায় ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
রঞ্জন চন্দ