ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি আলাদা আলাদা তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী ৫ অগাস্ট থেকে ১১ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।
advertisement
ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকার জন্য আবেদন প্রক্রিয়া চালু হওয়ার তিন দিনের মাথায় জাতির তালিকায় আবেদনের নিয়মে পরিবর্তন করে স্কুল সার্ভিস কমিশন। সকল আবেদনকারীকে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করা নির্দেশ দেওয়া হয়েছিল। ওবিসি সংরক্ষণ মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতদেশ হওয়ার পর ফের উইন্ডো চালু করল এসএসসি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ২০১৬ সালের এসএসসি প্যানেলের ভিত্তিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই অনুযায়ী, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ১৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই করা হয়।