TRENDING:

SSC পুরো প্যানেল বাতিল! 'একই বিষয়ে আর শুনানি নয়!' স্পষ্ট বার্তা দুই বিচারপতির বেঞ্চের 

Last Updated:

SSC গ্রুপ সি ও ডি নিয়োগে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট, বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের বেঞ্চ জানালেন নতুন বিজ্ঞপ্তি এলে আগে হাইকোর্টে যেতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। নিয়োগের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি সোমবার খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ।
SSC পুরো প্যানেল বাতিল! 'একই বিষয়ে আর শুনানি নয়!' স্পষ্ট বার্তা দুই বিচারপতির বেঞ্চের 
SSC পুরো প্যানেল বাতিল! 'একই বিষয়ে আর শুনানি নয়!' স্পষ্ট বার্তা দুই বিচারপতির বেঞ্চের 
advertisement

মামলাকারী ‘যোগ্য’ প্রার্থীদের দাবি ছিল, শিক্ষক নিয়োগের মতোই গ্রুপ সি ও ডি পদেও দ্রুত নিয়োগের জন্য সময়সীমা নির্ধারণ করা হোক। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় আছেন তাঁরা।

ট্রাম্পের নীতিতে তিতিবিরক্ত! আর থাকা যাচ্ছে না… আমেরিকা ছাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী, জানেন কে?

ডাক্তারি ছেড়ে IAS অফিসার! এখন ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে নাম জড়াল যে কারণে… স্ত্রীও আমলা!

advertisement

কিন্তু আদালতের পর্যবেক্ষণ, আগের রায়ে ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। তাই একই বিষয়ে নতুন করে আবেদন বা শুনানি চলতে পারে না। বেঞ্চ স্পষ্টভাবে জানায়, “কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার একই বিষয়ে মামলা করা যায় না।”

তখন মামলাকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষাকর্মী (গ্রুপ সি ও ডি) নিয়োগ বিজ্ঞপ্তিতে দেরি হচ্ছে। এই নিয়ে অনিশ্চয়তা কাটাতে শুনানি হোক।

advertisement

তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেলে তবেই নতুন মামলা করা যাবে— তবে সেটিও প্রথমে করতে হবে হাইকোর্টে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিশাল প্রতিমা, বাজেট ৫ লক্ষ টাকা! এবার পুরুলিয়ার 'এই' কালীপুজো মুখিয়ে দর্শনার্থীরা
আরও দেখুন

বেঞ্চের মন্তব্য, “নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে নতুন বিষয়ে মামলা করার স্বাধীনতা আপনাদের থাকছে। তবে এই আদালতে নয়, আগে হাইকোর্টে যান। অতিরিক্ত আবেদনের শুনানি হবে না।”

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC পুরো প্যানেল বাতিল! 'একই বিষয়ে আর শুনানি নয়!' স্পষ্ট বার্তা দুই বিচারপতির বেঞ্চের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল