গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অমিতাভ দত্ত রাজ্যপালের তত্ত্ব খারিজ করে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছিলেন বলে তা জানিয়েছিলেন উচ্চশিক্ষা দফতরকে। যদিও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য রাজ্যকে না জানালেও তার রাজ্যপালকে পাঠানো পদত্যাগ পত্র প্রকাশ্যে এল।
এ দিকে মঙ্গলবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্পিড প্রোগ্রাম চালু করলেন রাজ্যপাল তথা আচার্য। বিশ্ববিদ্যালয়গুলিতে সিদ্ধান্ত গ্রহণে তাড়াতাড়ি করার জন্য এই স্পিড প্রোগ্রাম। ১২ সেপ্টেম্বর রাতে এই প্রোগ্রাম চালু করেছেন রাজ্যপাল। ২৫টি শিক্ষক সিলেকশন কমিটিও এই প্রোগ্রামের মধ্যে তৈরি করা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
advertisement
আরও পড়ুন, সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল, পদাতিকে বড় খবর
আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
উপাচার্যদের নিয়ে একটি কমিটিও তৈরি করেছেন রাজ্যপাল৷ মূলত বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনে কী কী কাজ পড়ে রয়েছে এবং কী ভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে আরো দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই কমিটি করা হয়েছে উপাচার্যদের নিয়ে। রাজভবনে তৈরি করা হয়েছে একটি মনিটরিং সেল এই কাজের মূল্যায়নের জন্য।
বলা হয়েছে, এ বার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও রাজভবনের মনিটেরিং সেলে যে কোন সময় ফোন করতে পারেন। তার জন্য নম্বর এবং ইমেইল আইডি ও দিয়ে দিল রাজভবন। যে ইমেইল আইডির মাধ্যমে অভিযোগও জানাতে পারবেন উপাচার্যরা।