TRENDING:

Madhyamik Exam 2024: দোরগোড়ায় মাধ্যমিক, ভাল নম্বর পেতে রইল শেষ মুহূর্তের টিপস, লক্ষ লক্ষ পরীক্ষার্থী উপকার পাবেন

Last Updated:

Madhyamik 2024 Suggestions: মাধ্যমিক পরীক্ষা চলেই এল। ইতিমধ্যেই সকলের সিলেবাস শেষ হয়েছে নিশ্চয়ই। এবারে দেখে রাখুন, মাধ্যমিকে ভাল রেজাল্ট করার টিপস। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ছাত্র-ছাত্রীদের কাছে মাধ্যমিক তথা ক্লাস ১০-র বোর্ডের পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। স্বভাবতই, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বেশ কিছু অনিশ্চয়তা এবং চিন্তার মধ্যে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক গাইডেন্স পায় না। জীবনের এই প্রথম বড় পরীক্ষায় ঠিক কিভাবে পড়তে হবে এবং প্রস্তুতি নিয়ে বিশদে বললেন শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অত্যূহা বাগচী।
advertisement

রিভিশন: প্রতিদিন তোমাদের কাজের রিভিশন কর। একই দিনে তোমাদের প্রতিদিনের কাজ রিভিশন কর। এটি তোমাদের স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করে । শেষ মুহূর্তে রিভিশন খুব জরুরী।

পরীক্ষার কক্ষে স্বাভাবিক থাকা: পরীক্ষার কক্ষে হতাশা বা দুশ্চিন্তা হলে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বাইরের সব চিন্তা বাদ দিয়ে প্রশ্নপত্রের উপর মনোযোগ দিতে হবে। প্রশ্নপত্রে অন্তত একবার চোখ বুলিয়ে নিয়ে উত্তর লেখা শুরু করতে হবে।

advertisement

আরও পড়ুনঃ ছড়িয়ে-ছিটিতে রয়েছে এই গাছ! সঠিক ব্যবহারে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর টাকা আসবে

View More

উত্তরপত্র সাজিয়ে নেওয়া: পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্যে উত্তরপত্রটিকে শিক্ষকের আকর্ষনীয় করে তোলা এর জন্যে ভালো উত্তরপত্রটিকে ভালো করে সাজিয়ে নিতে হবে। উত্তর পত্রের উপরে, নিচে এবং ডানে এক ইঞ্চি রেখে লেখা শুরু করলে ভাল হয়। মার্জিন ব্যবহার করা যেতে পারে মার্জিন টানার জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে।

advertisement

প্রশ্নপত্রে মনোযোগ: প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে। কোন আংশিক পরিবর্তন হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। প্রশ্নপত্র দেখে মনে মনে পুরো পরীক্ষার পরিকল্পনা করবেন। আপনি কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন তার ছক করে নিলে পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে। এবং পরীক্ষার রেজাল্ট ভাল হবে।

advertisement

প্রশ্ন নির্বাচন করা: পরীক্ষক যখন খাতা মূল্যায়ন করবেন তখন শুরুতেই লেখার মান ভালো দেখলে শিক্ষার্থীর প্রতি ইতিবাচক ধারণা আসবে। তাই মাধ্যামিকে ক্ষার্থীদের খেয়াল রাখতে হবে যেসব প্রশ্নের উত্তর ভালো জানা এবং মনে আছে এবং বেশি নম্বরের সেগুলো আগে লেখাটায় বুদ্ধিমানের কাজ। এতে ওই বিষয়ে ভালো নম্বর পাওয়া সহজ হবে এবং পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হবে।

advertisement

পর্যায়ক্রমে লেখা: তুলনামূলক সহজ ও জানা প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে পর পর লেখা অর্থাৎ লেখায় ভালো, এবং উত্তরপত্র পরিচ্ছন্ন হতে হবে। ভালো নম্বর পেতে হলে ওভার রাইটিং কাটাছেঁড়া অস্পষ্ট না লেখায় ভাল। লেখায় কোন ভুল হলে একটি সমান্তর দাগের দ্বারা কেটে দিতে হবে। এতে করে পরীক্ষার রেজাল্ট ভাল করা সম্ভব হবে।

সুস্পষ্ট ছবি অঙ্কন: গণিত ও বিজ্ঞানের বিভিন্ন চিহ্ন ও চিত্র স্পষ্ট করে লিখতে হবে। একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পরবর্তী পৃষ্ঠায় পড়ের প্রশ্নের উত্তর শুরু করাই ভালো।

পয়েন্ট করে লেখা: প্রশ্নের উত্তর গুলি পয়েন্ট আকারে গুছিয়ে লিখলে উত্তরটি পরিপূর্ণতা পাবে। তাই যতটা সম্ভব উত্তর পয়েন্ট আকারে লেখার চেষ্টা করতে হবে। আরও ভাল হয় হেডিং ও সাব হেডিং পয়েন্টের মধ্যে ব্যাবহার করলে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: দোরগোড়ায় মাধ্যমিক, ভাল নম্বর পেতে রইল শেষ মুহূর্তের টিপস, লক্ষ লক্ষ পরীক্ষার্থী উপকার পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল