TRENDING:

পরিযায়ী শ্রমিক হয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই, সেই কারণে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষিত যুবক

Last Updated:

পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্য ছেড়েছে গ্রামের একাধিক যুবক। তখন থেকেই এই সংকল্প তৈরি করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা। ছোট্ট একটা গ্রাম কাশিপুর, এই গ্রামে শিক্ষার আলো সেভাবে পৌঁছয়নি। এই গ্রামের যুবক আদিবাসী মহাবিদ্যালয় থেকে স্নাতক করে বিনামূল্যে শিক্ষার আলো প্রদান করছেন ৬০ জন শিক্ষার্থীকে। নিতান্তই যুবক অমৃত বাউরি, নিজেও পড়াশোনা করেছেন খুব অভাবের মধ্যে। তিনি জানান, যখন তিনি পড়াশোনা করতেন তখন গ্রামের শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও তাদের সহযোগিতা পেতেন না। সেই কারণেই শিক্ষার আলো পৌঁছায়নি এই গ্রামে, পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্য ছেড়েছে গ্রামের একাধিক যুবক।
advertisement

আরও পড়ুন– ১৯ বছরে দুটি ছবি নির্মিত হয়েছিল, নায়ক পথচারীদের কাছ থেকে পোশাক ধার করেছিলেন ! একটি কাল্ট হিট, অন্যটি ব্লকবাস্টার

তখন থেকেই সংকল্প তৈরি করেন তিনি। নিজে শিক্ষিত হয়ে শুরু করেন বিনামূল্যে পাঠদান, নিজের বাড়িতেই। অনেকে জানেনই না! পড়াশোনা করে শিক্ষা অর্জন করে নিজের সমাজকে শিক্ষিত করার এই অদম্য প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এই কাজ একজন প্রকৃত শিক্ষকের। প্রকৃত শিক্ষক শুধুমাত্র যে ডিগ্রি দিয়ে বিচার হয় এমনটাই নয়, মানসিকতা থেকে শিক্ষক হতে হয় আগে।

advertisement

আরও পড়ুন– হতে চেয়েছিলেন ব্যবসায়ী, প্রেমিকার জন্য চিকিৎসক হতে হল, এখন সেই প্রেমিকার বোনের সঙ্গে ঘর করছেন ডা. গুপ্তা !

View More

খাতড়ার কাশিপুর গ্রামের যুবক অমৃত বাউরী প্রকৃত শিক্ষিত একজন শিক্ষক। সকাল থেকেই বাড়ির উঠোনে ৬০ জন শিক্ষার্থীকে জায়গা করে যান তিনি। প্রথম শ্রেণী থেকে অষ্টম নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়ে তার কাছে। পড়াশোনা থেকে শুরু করে জীবন শিক্ষা সবই পেয়ে থাকে এই ‘দাদা শিক্ষকের’ কাছে। ছোট থেকে যাদের পড়াশোনার ইচ্ছে থাকে কিন্তু প্রচণ্ড অভাব এবং পারিপার্শ্বিক পরিবেশের জন্য হয়ে ওঠে না, তারাই একমাত্র বোঝে প্রকৃত শিক্ষার মর্ম। তখন যদি কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সেই শিক্ষা বদলে দিতে পারে সমাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিযায়ী শ্রমিক হয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই, সেই কারণে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষিত যুবক
আরও দেখুন

নিজে সেই অভাব বুঝতে পারেন অমৃত, নিজে বুঝে নিজেকে শিক্ষিত করে অবশেষে নিজের এলাকার শিশুদেরকে শিক্ষিত করার গুরু দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। কিছু সহৃদয় মানুষ এবং কিছু সহৃদয় সংস্থা যোগাযোগ করেছেন তার সঙ্গে। দুঃস্থ এই ছাত্রছাত্রীদের জন্য অল্প কিছু ব্যবস্থা সেই ভাবেই তৈরি করতে পারেন অমৃত বাউরি।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
পরিযায়ী শ্রমিক হয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই, সেই কারণে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষিত যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল