TRENDING:

Success Story: টালবাহানার পর সামনে এল জয়েন্টের রেজাল্ট, তুখোড় ফল করে তালিকার দ্বিতীয় সামজ্যোতি, চিনে নিন

Last Updated:

Success Story: জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এ দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যানী : অবশেষে দীর্ঘ টালবাহানার পর জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার করা হল ফল প্রকাশ ও মেধা তালিকা। জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের খবর প্রকাশ পেতেই খুশির হাওয়া বইছে গোটা জেলা জুড়ে।
কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস
কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস
advertisement

বর্তমানে সে বোম্বে আইআইটিতে(IIT BOMBAY) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষের ছাত্র। স্বভাবতই এই সাফল্যে খুশি তার বাবা-মা। বাবা ড: জয়ন্ত বিশ্বাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত। মা ছেলের পড়াশুনার জন্য অধ্যাপনা ছেড়ে দিয়েছিলেন। ছেলের সাফল্যে খুশি মা।

ICSEতে দেশে তৃতীয় স্থান অধিকার করেছিল সে । তার এই সাফল্যে সে নিজেও খুশি আগামীতে নিজে উদ্যোগপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় জানালেন তার বাবা ও মা। তবে বাবা মায়ের একটা আক্ষেপ এই ফলাফল আরও আগে প্রকাশ পেলে খুব ভালো হতো।

advertisement

সুপ্রিম কোর্টের রায়ে অবশেষে স্বস্তি রাজ্যের। পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ফলে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ফল প্রকাশের ক্ষেত্রে আপাতত কাটলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এদিন এই নির্দেশ দেওয়া হল আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। আর সেই কারণে আজ শুক্রবারই রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ করা হল।

advertisement

আরও পড়ুন –BCCI and Team Selection Committee: এশিয়া কাপের দল নির্বাচনের বিতর্কের পর বড় বদল, অজিত আগরকরের সঙ্গ ছাড়লেন দু’জন, বিসিসিআই খবর করল পাক্কা

উল্লেখ্য রাজ্যে জয়েন্ট পরীক্ষা হয়েছিল প্রায় চার মাস আগে তারই মধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয় কলকাতা হাইকোর্টের দায়ের করা হয় মামলা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এই মামলার শুনানি হয়। জটিলতা না কাটলে জয়েন্টের কোন ফল প্রকাশ করা যাবে না সেই নির্দেশও দেওয়া হয় ফলে দুশ্চিন্তায় পড়ে রাজ্যের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়া কয়েক লক্ষ পড়ুয়া।

advertisement

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হয় সেখানেই আজ শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ফল প্রকাশ করাতে আর কোন বাধা ছিল না।

advertisement

উল্লেখ্য গত ৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু মামলায় ওবিসি জোটের কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। সেই ফল প্রকাশ অবশেষে আজ করা হল।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: টালবাহানার পর সামনে এল জয়েন্টের রেজাল্ট, তুখোড় ফল করে তালিকার দ্বিতীয় সামজ্যোতি, চিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল