৭০০-র মধ্যে ৬৬১ নম্বর পেয়ে (৯৪.৪৩%) এলাকার মধ্যে সর্বোচ্চ নম্বরের অধিকারী তিতাস। রাজ্যের মেধা তালিকা থেকে মাত্র ৩৫ নম্বর দূরে থাকলেও, সব বিষয়েই ৯০-এর ঘরে নম্বর রয়েছে তার। বাংলা ৯২, ইংরেজি ৯০, অঙ্ক ৯০, ভৌতবিজ্ঞান ৯৯, জীবনবিজ্ঞান ৯৭, ইতিহাস ৯৫ এবং ভূগোল ৯৮। নববারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি রোডে, মা-বাবার সঙ্গেই থাকে তিতাস। বাবা বিকাশ ভবনের একটি বেসরকারি সংস্থার অস্থায়ী কর্মী, মা নিতান্তই গৃহবধূ।
advertisement
আরও পড়ুন: ‘তুমি ৫৭.৫৩ কোটি টাকার জ্যাকপট জিতেছ…’, আচমকা এল ফোন! এরপরেই যা ঘটল, মুহূর্তে ছুটল ঘাম!
ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী তিতাস ভবিষ্যতে পড়তে চায় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, স্বপ্ন নাসায় কাজ করার। তার এই সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি তিনজন গৃহশিক্ষক ও কাকার অবদান রয়েছে বলে জানিয়েছে সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা-সহ শিক্ষক-শিক্ষিকারাও তার সাফল্যে খুশি।
তিতাস জানায়, ‘এতটা ভাল ফল হবে ভাবিনি, তবে আশা ছিল। পড়াশোনার পাশাপাশি অবসরে গল্পের বই পড়া, আঁকা এবং অল্প সময় টিভি দেখা তার অভ্যাস। দিনে গড়ে ছয় ঘণ্টা পড়াশোনা করত সে। একাদশ শ্রেণিতে পিওর সায়েন্স নিয়ে এগোবে তিতাস। মা-বাবা বলেন, ইংরেজি আর অঙ্কে নম্বর আর একটু বাড়লে রাজ্য তালিকায় নাম উঠে যেত। তবু ওর এই সাফল্যে আমরা গর্বিত। আগামী দিনে তার লক্ষ্যে পৌঁছলে মহাকাশ গবেষণায় নিউ ব্যারাকপুরের এই ছাত্রী নতুন দিশা দেখাতে পারে বলেও আশা করছেন পরিবার থেকে প্রতিবেশীরা-সহ নিউ ব্যারাকপুরবাসী। যা অন্যান্য ছাত্র-ছাত্রীদেরও উৎসাহ জোগাবে।
Rudra Narayan Roy