'তুমি ৫৭.৫৩ কোটি টাকার জ্যাকপট জিতেছ...', আচমকা এল ফোন! এরপরেই যা ঘটল, মুহূর্তে ছুটল ঘাম!

Last Updated:
Jackpot: কল্পনা করুন, আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত। হঠাৎ একটা ফোন এল। আর সেই একটি ফোনেই আপনার জীবন চিরতরে বদলে গেল! আবুধাবিতে দুই ভারতীয়ের সঙ্গে ঘটেছে একই রকম কিছু ঘটনা। আর তাতেই রাতারাতি ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে তাঁদের জীবন। যা ঘটেছে শুনলে চমকে যাবেন আপনারা।
1/9
কল্পনা করুন, আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত। হঠাৎ একটা ফোন এল। আর সেই একটি ফোনেই আপনার জীবন চিরতরে বদলে গেল! আবুধাবিতে দুই ভারতীয়ের সঙ্গে ঘটেছে একই রকম কিছু ঘটনা। আর তাতেই রাতারাতি ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে তাঁদের জীবন। যা ঘটেছে শুনলে চমকে যাবেন আপনারা। AI Generated Representative Image
কল্পনা করুন, আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত। হঠাৎ একটা ফোন এল। আর সেই একটি ফোনেই আপনার জীবন চিরতরে বদলে গেল! আবুধাবিতে দুই ভারতীয়ের সঙ্গে ঘটেছে একই রকম কিছু ঘটনা। আর তাতেই রাতারাতি ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে তাঁদের জীবন। যা ঘটেছে শুনলে চমকে যাবেন আপনারা। AI Generated Representative Image
advertisement
2/9
আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে চমকপ্রদ ঘটনা ঘটেছে ভারতের দুই নাগরিকের সঙ্গে। যা ঘটেছে তা জানলে চোখ কপালে উঠবে আপনারও। কেরলের তিরুবনন্তপুরমের থাজুদিন আলিয়ার কুঞ্জু জিতে গিয়েছেন দশ বা কুড়ি নয়, মোট ২৫ মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ৫৭.৫৩ কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ 'জ্যাকপট'। AI Generated Representative Image
আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে চমকপ্রদ ঘটনা ঘটেছে ভারতের দুই নাগরিকের সঙ্গে। যা ঘটেছে তা জানলে চোখ কপালে উঠবে আপনারও। কেরলের তিরুবনন্তপুরমের থাজুদিন আলিয়ার কুঞ্জু জিতে গিয়েছেন দশ বা কুড়ি নয়, মোট ২৫ মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ৫৭.৫৩ কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ 'জ্যাকপট'। AI Generated Representative Image
advertisement
3/9
এই দুর্দান্ত জ্যাকপট জয়ের ফলে থাজুদিন নামের এই কেরলবাসীর ভাগ্য মাত্র এক রাতেই চড়েছে সৌভাগ্যের সোনালি সিঁড়ি। কারণ এই একটি পুরষ্কারই রাতারাতি কোটিপতি করে তুলেছে থাজুদিনকে।Representative Image
এই দুর্দান্ত জ্যাকপট জয়ের ফলে থাজুদিন নামের এই কেরলবাসীর ভাগ্য মাত্র এক রাতেই চড়েছে সৌভাগ্যের সোনালি সিঁড়ি। কারণ এই একটি পুরষ্কারই রাতারাতি কোটিপতি করে তুলেছে থাজুদিনকে।Representative Image
advertisement
4/9
আর এই চমকে দেওয়া সাফল্যে এই মুহূর্তে তাঁর গ্রামের রাস্তা থেকে শুরু করে আবুধাবি পর্যন্ত সর্বত্র লাইমলাইটে এসে গিয়েছেন কেরলের তিরুবনন্তপুরমের থাজুদিন আলিয়ার কুঞ্জু। ১৮ এপ্রিল অনলাইনে কেনা তাঁর ৩০৬৬৩৮ নম্বরের টিকিটটি হয়ে উঠেছে থাজুদিনের 'জ্যাকপট'। Image : Collected 
আর এই চমকে দেওয়া সাফল্যে এই মুহূর্তে তাঁর গ্রামের রাস্তা থেকে শুরু করে আবুধাবি পর্যন্ত সর্বত্র লাইমলাইটে এসে গিয়েছেন কেরলের তিরুবনন্তপুরমের থাজুদিন আলিয়ার কুঞ্জু। ১৮ এপ্রিল অনলাইনে কেনা তাঁর ৩০৬৬৩৮ নম্বরের টিকিটটি হয়ে উঠেছে থাজুদিনের 'জ্যাকপট'। Image : Collected
advertisement
5/9
মিডিয়া সূত্রের খবর অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড এবং বুশরা থাজুদিনকে ফোন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু তাঁর নম্বরটি যোগাযোগে পাওয়া যায়নি। কলটি একবার লাগলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Image : Collected
মিডিয়া সূত্রের খবর অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড এবং বুশরা থাজুদিনকে ফোন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু তাঁর নম্বরটি যোগাযোগে পাওয়া যায়নি। কলটি একবার লাগলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Image : Collected
advertisement
6/9
উপস্থাপক হেসে বলেন, 'আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের থাজুদিনকে এই সুসংবাদটি দিতে হবে।' এই ড্রটি এপ্রিল মাসে ১৫ মিলিয়ন দিরহামের বিজয়ী রাজেশ মুল্লানকিল দ্বারা পরিচালিত হয়েছিল।
উপস্থাপক হেসে বলেন, 'আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের থাজুদিনকে এই সুসংবাদটি দিতে হবে।' এই ড্রটি এপ্রিল মাসে ১৫ মিলিয়ন দিরহামের বিজয়ী রাজেশ মুল্লানকিল দ্বারা পরিচালিত হয়েছিল।
advertisement
7/9
তবে ভাগ্য শুধু থাজুদিনেরই বদলায়নি। কাতারে বসবাসকারী অন্ধ্রপ্রদেশের ভেঙ্কট গিরিবাবু ভুল্লাও 'ড্রিম কার' প্রমোশনে জিতে নিয়েছেন একটি আস্ত বিলাসবহুল 'রেঞ্জ রোভার'। Image : Collected
তবে ভাগ্য শুধু থাজুদিনেরই বদলায়নি। কাতারে বসবাসকারী অন্ধ্রপ্রদেশের ভেঙ্কট গিরিবাবু ভুল্লাও 'ড্রিম কার' প্রমোশনে জিতে নিয়েছেন একটি আস্ত বিলাসবহুল 'রেঞ্জ রোভার'। Image : Collected
advertisement
8/9
গত প্রায় ১৮ বছর ধরে কাতারে বসবাসকারী ৫০ বছর বয়সি ভেঙ্কট গিরিবাবু ভুল্লা জানিয়েছেন, এই খবরে তিনি অত্যন্ত খুশি। ০২০৯৩৩ নম্বরের একটিমাত্র টিকিট কেটেই অন্ধ্রপ্রদেশের এই গ্রাফিক্স অফিসার জিতে গিয়েছেন লক্ষ লক্ষ মূল্যের একটি রেঞ্জ রোভার ভেলার।
গত প্রায় ১৮ বছর ধরে কাতারে বসবাসকারী ৫০ বছর বয়সি ভেঙ্কট গিরিবাবু ভুল্লা জানিয়েছেন, এই খবরে তিনি অত্যন্ত খুশি। ০২০৯৩৩ নম্বরের একটিমাত্র টিকিট কেটেই অন্ধ্রপ্রদেশের এই গ্রাফিক্স অফিসার জিতে গিয়েছেন লক্ষ লক্ষ মূল্যের একটি রেঞ্জ রোভার ভেলার।
advertisement
9/9
গত ৬ বছর ধরে বিগ টিকিট ড্রতে ভাগ্য পরীক্ষা করে চলা ভেঙ্কট বলেন, 'আমি আনন্দে লাফাচ্ছি!' আমার একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা ছিল, এবং বিগ টিকিট আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে এক লহমায়। নিজের এই দুর্দান্ত জয় উদযাপন করতে করতে অন্যদের জন্য ভেঙ্কটের বার্তা, 'সাহস হারাবেন না, একদিন আপনারও পালা আসবে!' একইসঙ্গে ভেঙ্কট বলেন, আগামী দিনেও তিনি টিকিট কেনা চালিয়ে যাবেন।
গত ৬ বছর ধরে বিগ টিকিট ড্রতে ভাগ্য পরীক্ষা করে চলা ভেঙ্কট বলেন, 'আমি আনন্দে লাফাচ্ছি!' আমার একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা ছিল, এবং বিগ টিকিট আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে এক লহমায়। নিজের এই দুর্দান্ত জয় উদযাপন করতে করতে অন্যদের জন্য ভেঙ্কটের বার্তা, 'সাহস হারাবেন না, একদিন আপনারও পালা আসবে!' একইসঙ্গে ভেঙ্কট বলেন, আগামী দিনেও তিনি টিকিট কেনা চালিয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement