আরও পড়ুন- গত ৩০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা! হড়পা বানে পাকিস্তানে মৃত ৫৫০ মানুষ
এর আগে রাজ্য সরকারের উপাচার্য বদলির বিজ্ঞপ্তিতে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হয় সৈকত মৈত্রকে। সেই স্থানে বসানো হয় অধ্যাপক মলয়েন্দু সাহাকে। অগাস্টে তাঁকে নিয়োগ করা হয়। এ দিকে আদালতে মামলা করেন সৈকত মৈত্র। সেই মামলার প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, সৈকতকেই উপাচার্য় হিসাবে নিয়োগ করার। সেই নির্দেশের পর সরসারি বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হন উপাচার্য।
advertisement
আরও পড়ুন- 'সিদ্ধান্ত জানান', উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির-দিব্যেন্দুকে চিঠি তৃণমূলের
গত সপ্তাহে অদ্ভুত প্রশাসনিক সঙ্কটের মুখে পড়ে এই বিশ্ববিদ্যালয়। সে দিন উপাচার্যের আসনে ছিলেন নব-নিযুক্ত মলয়েন্দু সাহা। তার মধ্যেই কোর্ট অর্ডার নিয়ে হাজির হন সৈকতও। মানে, একই বিশ্ববিদ্যালয়ে দুই উপাচার্যের মধ্যে শুরু হয় টানাপড়েন। শুক্রবারের তারিখে প্রকাশিত রাজ্যের নির্দেশিকায় নেই সংশয়ের অবসান হল। আপাতত এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের ভার সামলাবেন সৈকত মৈত্রই।