TMC sends letter to Sisir and Dibyendu Adhikari: 'সিদ্ধান্ত জানান', উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনই শিশির-দিব্যেন্দুকে চিঠি দিল তৃণমূল

Last Updated:

শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷

দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারী৷
দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারী৷
#দিল্লি: উপ রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁথি এবং তমলুকের সাংসদকে চিঠি দিয়েছেন৷
আগামিকাল উপ রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে৷ উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷ কিন্তু শিশির এবং দিব্যেন্দু সিদ্ধান্ত কী, তা জানতে চেয়েই দুই সাংসদকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা৷
advertisement
advertisement
উপরাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রার্থী করেছে বিজেপি৷ অন্যদিকে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা৷ কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করায় ক্ষুব্ধ তৃণমূল৷ তাই ভোট দানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷
খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী৷
কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ এই মুহূর্তে দিল্লিতেই রয়েছে শিশির এবং দিব্যেন্দু৷ সম্ভবত কাল ভোটও দেবেন তাঁরা৷ এই পরিস্থিতিতে আগে ভাগেই দুই সাংসদের অবস্থান জানতে চেয়ে তাঁদের উপরে চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল৷
advertisement
এমনিতে শিশির অধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল৷ কিন্তু এখনও সেই অভিযোগের শুনানি চলছে৷ তবে রাষ্ট্রপতি বা উপ রাষ্ট্রপতি নির্বাচনে কোনও সাংসদ দলীয় হুইপ না মানলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা যায় না৷ তাই শিশির এবং দিব্যেন্দু যে ভোট দেবেন, এ কথা ধরেই নিয়েছে তৃণমূল নেতৃত্ব৷
advertisement
এ দিন তৃণমূলের চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে দিব্যেন্দু অধিকারী বলেন, 'হাতে এখনও কোনও চিঠি পাইনি। তাই চিঠির বিষয়বস্তু কি সে ব্যাপারে কিছুই জানিনা৷' আগামিকাল তাঁরা ভোট দেবেন কি না, সে বিষয়েও কিছু বলতে চাননি দিব্যেন্দু৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC sends letter to Sisir and Dibyendu Adhikari: 'সিদ্ধান্ত জানান', উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনই শিশির-দিব্যেন্দুকে চিঠি দিল তৃণমূল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement