সূত্রের খবর, নবম -দশম স্তরে ২৩ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত হল। সব থেকে বেশি শূন্য পদ রয়েছে ভৌতবিজ্ঞানে। ৪৩৫২ টি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য।
জীবন বিজ্ঞানের জন্য রয়েছে ৩৯১১ টি, অঙ্কের জন্য রয়েছে ৩৯২২টি।
advertisement
ইংরেজির জন্য রয়েছে ৩৩৩৬ টি, বাংলা বিষয়ের জন্য রয়েছে ৩০২৪ টি। মোট ১১ টি বিষয়ের শূন্য পদের তালিকা চূড়ান্ত হল। কোন মাধ্যমে কোন ক্যাটাগরি জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে তার বিস্তারিত তালিকা ও চূড়ান্ত হল বলেই জানা গিয়েছে।
নবম-দশমের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্যেও কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ১২ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। একাদশ-দ্বাদশের ৩৫ টি বিষয়ের মধ্যে পলিটিক্যাল সাইন্সের সব থেকে শূন্য পদ বেশি।
পলিটিকাল সায়েন্সের শূন্য পদ ১৩৭৩ টি, এছাড়াও এক হাজারের বেশি শূন্য পদ রয়েছে কয়েকটি বিষয়ে। কেমিস্ট্রিতে ১১৯৪ টি, এডুকেশনে ১১৪৭ টি শূন্য পদে রয়েছে একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য পর্ষদকে জানাল এসএসসি।
এছাড়াও বায়োলজিক্যাল সাইন্সের ৯১৯ টি, অঙ্কে ৭৮৫ টি, ফিজিক্সে ৮৮১টি, ইংরেজিতে ৫৯৪ টি, ইকনোমিক্সে ৫০৬ টি, ইতিহাসে ৫৭২টি, বাংলায় ৩৯০ টি শূন্য পদ রয়েছে। কোন কোন মাধ্যমের জন্য কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদে রয়েছে তারও তালিকা প্রস্তুত হল।