আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ হলেই চাকরির সুযোগ! একগুচ্ছ শর্ট টাইম কোর্স রামকৃষ্ণ মিশনের এই ক্যাম্পাসে
আমরা বুঝতে পারছি না আমদের বিজ্ঞান ক্লাস গুলি কীভাবে নেওয়া হবে। আমরা বিজ্ঞান পড়তে পারবও না। ফলে, বিজ্ঞান পড়তে আমাদের অসুবিধা হয়ে যাবে। দ্রুত সমস্যার সমাধান হোক।
advertisement
আরও পড়ুন: চাকরি বাতিলের জের, উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন কোন পথে? সরকারের থেকেই জানতে চাইল সংসদ
এই প্রসঙ্গে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী জানান “এই স্কুলে ছাত্রীর সংখ্যা ২১০০, সেই তুলনায় শিক্ষক সংখ্যা কম। ২০১৬ সালে চারজন শিক্ষক নিয়োগ হয়েছিল। তিনজন বিজ্ঞানের এবং একজন অঙ্কের শিক্ষকের ভরসায় ক্লাস চলছিল। আদালতের নির্দেশে তাও হারিয়েছি। পরীক্ষার সময় এত খাতা দেখা কিংবা আগামী দিনে বাচ্চাদের পড়াশোনা সব কী ভাবে সম্ভব হবে? প্রত্যেক ক্লাসে আমরা শিক্ষক দিতে পারব না। আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। ভেবে পাচ্ছি না আমরা কী করব। বিজ্ঞান বিভাগ ও অঙ্কে খুব অসুবিধা হবে আমাদের।”