SSC Scam: চাকরি বাতিলের জের, উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন কোন পথে? সরকারের থেকেই জানতে চাইল সংসদ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী ফলে গোটা রাজ্যজুড়েই তৈরি হয়েছে শিক্ষক সংকট।
কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী ফলে গোটা রাজ্যজুড়েই তৈরি হয়েছে শিক্ষক সংকট।
এর মধ্যেই সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস। কিন্তু, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী না থাকার দরুন চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রতিটি স্কুল কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য বলেন, ” আমাদের প্রধান শিক্ষকদের কাছে, এটা সত্যিই একটা চিন্তার বিষয়।কিভাবে আমরা ক্লাস করাব সেটা এখনও বুঝে উঠতে পারছি না। কন্ট্রাকচুয়াল টিচার নিলে সেখানে সংসদের অনুমোদন লাগবে। সংসদ কী সিদ্ধান্ত নেয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত জানায় এই বিষয়টা নিয়ে সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি।’
advertisement
advertisement
বর্তমানে ভোকেশনাল কোর্স বাদ দিয়ে উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে মোট ৪৬ টি বিষয়। তারমধ্যে শুধুমাত্র ৩৪ টি বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর অনুমোদনে পড়ানো হয় বিভিন্ন স্কুলে।
advertisement
বাকি বিষয়গুলি মাধ্যমিক স্তর পর্যন্ত থাকায় শিক্ষকের সমস্যা তৈরি না হলেও এই ৩৪ টি বিষয়ে শিক্ষকের সমস্যা তৈরি হতে চলেছে। সমস্যার মোকাবিলা কীভাবে করা হবে? এই বিষয়েই রাজ্যের থেকে জানতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাধিক স্কুলে সেই বিষয়ে শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় দিশেহারা সংসদ। অন্যান্য স্কুল থেকেও শিক্ষক এনে সমস্যার মোকাবিলা করা যাবে না বলেই মত বহু স্কুল কর্তৃপক্ষের। এমতাবস্থায়, রাজ্যের মতামত চেয়ে চিঠি দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 5:15 PM IST