SSC Scam Verdict: স্কুলে চলছে পরীক্ষা, চাকরি বাতিল হওয়ায় পরীক্ষার হলে গার্ড দেওয়ার শিক্ষক নেই! বিপাকে সেহারার পড়ুয়ারা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
SSC Scam Verdict: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে স্কুলের শিক্ষকদের। চরম সমস্যায় পড়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালির ছোট সেহারা হাই স্কুল।
সন্দেশখালি: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে স্কুলের শিক্ষকদের। চরম সমস্যায় পড়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালির ছোট সেহারা হাই স্কুল। শিক্ষকের বিনা নজরদারিতেই চলছে স্কুলের পরীক্ষা।
এই স্কুলের চারজন শিক্ষকের চাকরি গিয়েছে আদালতের নির্দেশে। এই স্কুলে এখন চলছে পরীক্ষা। পরীক্ষার হলে নজরদারি দেওয়ার মতো শিক্ষকেরও অভাব। বিনা নজরদারিতে চলছে পরীক্ষা।
আরও পড়ুন: চাকরি যাওয়ার খবর পেয়েই পাওনাদারদের চাপের অভিযোগ! মারাত্মক কাণ্ড ঘটালেন শিক্ষিকা
স্কুলের ওই চারজন বিজ্ঞানের শিক্ষক। সেই চারজনেরই চাকরি আদালতের নির্দেশে খোয়া গিয়েছে। আর এর ফলে একদিকে যেমন সমস্যায় স্কুলের পঠনপাঠন, অন্যদিকে শিক্ষকের অভাবে পরীক্ষা নেওয়ার সময় নজরদারিও করা যাচ্ছে না।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি হয়েছিল গ্রামের ১০০ জনের, সুপ্রিম নির্দেশে সকলেই হয়ে গেল বেকার! মামাভাগ্নে গ্রামে নাওয়া-খাওয়া বন্ধ, শুধুই হাহাকার
স্কুলের টিচার ইনচার্জের বক্তব্য, অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। না হলে বিশেষ করে গ্রামবাংলার স্কুলগুলোর পড়াশুনোর পরিকাঠামো একদম ভেঙে পড়বে।
অনুপম সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 3:34 PM IST