সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, ‘মানবিক কারণে’ সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না। সোমা দাস ক্যানসার আক্রান্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যখন এই মামলার রায় দিয়েছিলেন তখনও সোমার চাকরি কাড়া হয়নি।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু, কতদিন আবেদন করা যাবে? ক্লাস ২ থেকে ১১-এ ভর্তির নিয়ম জানুন
বীরভূমের নলহাটির মধুরা হাইস্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা সোমা দাস। তাঁর বাড়ি বীরভূমের নলহাটির আশ্রমপাড়ায়। তিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে কলকাতার ধরনা মঞ্চে বসে আন্দোলন করেছিলেন। তিনি ক্যানসারের মতো দুরারোগ্যে রোগে আক্রান্ত। বিষয়টি নজরে পড়তে ২০২২ সালের জুন মাসে সোমা দাসকে চাকরি দিতে এসএসসিকে নিদের্শ দেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: মজা করে MRI করিয়ে মারাত্মক কাণ্ড, সারার শরীরে যা ধরা পড়ল ভাবতে পারবেন না!
সেই নির্দেশের পরই নিয়োগপত্র পেয়ে মাধুরা স্কুলে চাকরিতে যোগ দেন বীরভূমের সোমা দাস। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর হতাশ তিনি। তিনি বলেন, ‘অযোগ্যদের চাকরি বাতিল করে যোগ্যদের চাকরি বহাল থাকলে ভাল হত।’
অক্ষয় ধীবর