একসঙ্গে প্রায় ৪২০০ জন শিক্ষক শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে। পুরনো চাকরিতে ফেরার ছাড়পত্র শুক্রবার দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এদিনই প্রায় ৪২০০ জনকে চাকরি পুনরায় দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে।
আরও পড়ুন: জাতীয় সড়কে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি দুর্ঘটনা, রক্ষা পেলেন বড়সড় ক্ষতি থেকে!
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন কে চিঠি দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২০১৬-এর শিক্ষক নিয়োগে যারা পুরনো চাকরি ছেড়ে এসেছিলেন, তার মধ্যে থেকে এই তিন জায়গা থেকেই চাকরি ছেড়ে আর আসার সংখ্যা বেশি।
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে এককালীন ও মাসে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, দু’দিনে কত আবেদন জমা পড়ল?
অনেকেই এর আগেও স্কুলের শিক্ষকতা চাকরি পেয়েও ফের শিক্ষক নিয়োগের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। এই তালিকায় তাদেরকেও পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি থেকে এসেছিলেন স্কুলের শিক্ষকতা করাতে যাদের চাকরি বাতিল হয়েছে। এদিন সেই তালিকা পৌঁছে যাওয়ার পর সংশ্লিষ্ট বোর্ডগুলি আগামী সপ্তাহ থেকেই চাকরি নিয়োগপত্র দিতে শুরু করবেন বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়