Birbaha Hansda Car Accident: জাতীয় সড়কে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি দুর্ঘটনা, রক্ষা পেলেন বড়সড় ক্ষতি থেকে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Bengali news18
Last Updated:
Birbaha Hansda Car Accident: অল্পের জন্যে রক্ষা পেয়েছেন বড়সড় দুর্ঘটনার থেকে। ১৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদা।
কলকাতা: কলকাতা থেকে ঝাড়গ্রাম ফেরার পথে ফের ১৬ নম্বর জাতীয় সড়কের উপর যান্ত্রিক গোলযোগে পড়ল বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন বড়সড় দুর্ঘটনার থেকেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ঝাড়গ্রাম আসার পথে খড়গপুর চৌরঙ্গীর ঠিক আগেই মন্ত্রীর গাড়ি আচমকাই ক্লাচ কাজ করা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই ড্রাইভারের চেষ্টায় কোনওক্রমে মন্ত্রীর গাড়ি জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে পরে। জাতীয় সড়কের উপরে এই ধরনের যান্ত্রিক বিভ্রাটের কারণে বড়সড় দুর্ঘটনা হতে পারত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, হাতে সময় ২ ঘণ্টা! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর
উল্লেখ্য, এর আগেও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি একাধিকবার যান্ত্রিক সমস্যার কারণে বিকল হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, শুক্রবার কলকাতা থেকে সরাসরি একাধিক পাড়ায় সমাধান ক্যাম্পে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গাড়ি বিকল হওয়ার ঘটনার জেরে সমস্যার মধ্যে পড়তে হল মন্ত্রীকে।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে এককালীন ও মাসে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, দু’দিনে কত আবেদন জমা পড়ল?
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মীর বক্তব্য, হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়ায় অল্পের জন্য ম্যাডামের গাড়িটি আজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আর একটু হলে পেছনে থাকা লরির সঙ্গে ধাক্কা লাগত। গাড়ি বিকল হওয়ার ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ খুলতে নারাজ। আচমকা জাতীয় সড়কের উপরে এভাবে গাড়ি দাঁড়িয়ে যাওয়া একটা আতঙ্ক তো থাকেই অ্যাক্সিডেন্টের, কিন্তু কী আর করা যাবে বলে জানালেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
advertisement
শঙ্কর রাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 12:21 PM IST