আজ, শনিবার সেই বিতর্কিত পরীক্ষা। বসিরহাটের নির্দিষ্ট কেন্দ্রে হাজির হন মেহেবুব। তবে স্রেফ পরীক্ষার্থী হিসেবে নয়, প্রতিবাদের প্রতীক হয়েই তিনি পৌঁছন। গায়ে কালো পোশাক, মুখে দৃঢ়তা—সবাইকে জানিয়ে দেন, এই পরীক্ষা তাঁরা মেনে নিচ্ছেন না। তা সত্ত্বেও আদালতের নির্দেশ মানতে বাধ্য হয়ে বসছেন প্রশ্নপত্রের সামনে।
যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের
advertisement
সেই কবে বিএড করে বসে আছেন! অবশেষে SSC! ‘ফল প্রকাশ হবে তো?’ উৎকণ্ঠায় সোনারপুরের সাহিদা
পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের সামনে মেহেবুব জানান, “এটা পরীক্ষা নয়, এটা আমাদের প্রতি অন্যায়। তবুও আমরা আদালতের আদেশ মানছি। কিন্তু আমাদের বিরোধিতা চলবে।” তাঁর এই প্রতীকী কালো পোশাক যেন এক অদৃশ্য স্লোগান—“যোগ্যতার প্রমাণ দিতে হবে না, আমরা আগেই প্রমাণ করেছি।”
ফলে আজকের পরীক্ষা শুধু উত্তরপত্রে লেখা নয়, আরও বড় এক লড়াইয়ের প্রতীক হয়ে উঠল। যেখানে একদিকে প্রশ্নপত্র, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা আন্দোলনের রঙ—কালো পোশাক।