TRENDING:

SSC পরীক্ষায় কালো পোশাকে প্রতিবাদ জানালেন শিক্ষক মেহেবুব মণ্ডল

Last Updated:

মেহেবুব মণ্ডল কালো পোশাকে SSC পরীক্ষায় বসে প্রতিবাদের বার্তা দিলেন, যোগ্যতার প্রমাণ নয় বরং আদালতের নির্দেশে বাধ্য হয়ে অংশগ্রহণ করলেন.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালো পোশাকেই পরীক্ষার বেঞ্চে বসলেন চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল। শুরু থেকেই তিনি ছিলেন এই পরীক্ষার প্রবল বিরোধী। দীর্ঘদিন ধরে আন্দোলনের মঞ্চে মুখ হয়ে উঠেছিলেন তিনি। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর অন্যতম সক্রিয় নেতা মেহেবুব মণ্ডল বারবার অভিযোগ করেছেন, যোগ্য প্রার্থী হয়েও তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে। আদালতের নির্দেশে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হলেও, যাঁদের নাম সেখানে নেই, তাঁদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। সেই কারণেই তিনি মনে করেন—এই পরীক্ষা আসলে শাস্তি, যোগ্যতার প্রমাণ নয়।
এই পরীক্ষা আদৌ মানছেন? কালো পোশাকে SSC দিতে এলেন আন্দোলনের মুখ মেহেবুব
এই পরীক্ষা আদৌ মানছেন? কালো পোশাকে SSC দিতে এলেন আন্দোলনের মুখ মেহেবুব
advertisement

আজ, শনিবার সেই বিতর্কিত পরীক্ষা। বসিরহাটের নির্দিষ্ট কেন্দ্রে হাজির হন মেহেবুব। তবে স্রেফ পরীক্ষার্থী হিসেবে নয়, প্রতিবাদের প্রতীক হয়েই তিনি পৌঁছন। গায়ে কালো পোশাক, মুখে দৃঢ়তা—সবাইকে জানিয়ে দেন, এই পরীক্ষা তাঁরা মেনে নিচ্ছেন না। তা সত্ত্বেও আদালতের নির্দেশ মানতে বাধ্য হয়ে বসছেন প্রশ্নপত্রের সামনে।

যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের 

advertisement

সেই কবে বিএড করে বসে আছেন! অবশেষে SSC! ‘ফল প্রকাশ হবে তো?’ উৎকণ্ঠায় সোনারপুরের সাহিদা

পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের সামনে মেহেবুব জানান, “এটা পরীক্ষা নয়, এটা আমাদের প্রতি অন্যায়। তবুও আমরা আদালতের আদেশ মানছি। কিন্তু আমাদের বিরোধিতা চলবে।” তাঁর এই প্রতীকী কালো পোশাক যেন এক অদৃশ্য স্লোগান—“যোগ্যতার প্রমাণ দিতে হবে না, আমরা আগেই প্রমাণ করেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

ফলে আজকের পরীক্ষা শুধু উত্তরপত্রে লেখা নয়, আরও বড় এক লড়াইয়ের প্রতীক হয়ে উঠল। যেখানে একদিকে প্রশ্নপত্র, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা আন্দোলনের রঙ—কালো পোশাক।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC পরীক্ষায় কালো পোশাকে প্রতিবাদ জানালেন শিক্ষক মেহেবুব মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল