গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এবারের পরীক্ষাও নির্বিঘ্নে সম্পন্ন করার চ্যালেঞ্জ রয়েছে প্রশাসনের কাছে। সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই থাকছে মেটাল ডিটেক্টর।
advertisement
আরও পড়ুন : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের
পাশাপাশি পুলিশ-প্রশাসন ও স্কুল সার্ভিস কমিশনের কাছে অন্য একটি চ্যালেঞ্জও রয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে, সেই পরীক্ষার্থীরা যাতে কোনওভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, সেই দিকে রাখতে নজর। উল্লেখ্য, বিষ্ণুপুর মহকুমায় মোট ১২ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।
আরও পড়ুন : মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?
অন্যদিকে, যে সমস্ত স্কুলগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে, সেখানে রয়েছে নজরদারি। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, বিষ্ণুপুর হাই স্কুলে ৪৮০ জন পরীক্ষার্থী রয়েছেন। বিষ্ণুপুর রামানন্দ কলেজে ৭০০ জন পরীক্ষার্থী রয়েছেন। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পরীক্ষার্থী রয়েছেন ৫০০ জন।
