গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম – দশম ও একাদশ – দ্বাদশের ২০১৬ নিয়োগের সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। তাদের নাম,রোল নাম্বার, বাবার নাম, কোন বিষয়ের জন্য আবেদন করেছিল বিস্তারিত তালিকা প্রকাশ করল এসএসসি। নবম- দশম,একাদশ -দ্বাদশ মিলিয়ে ২৫০ জন ও গ্রুপ সি,গ্রুপ ডি মিলিয়ে ১৮৫৩ জনের নামের তালিকা প্রকাশ করা হল।
advertisement
গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।
অন্যদিকে, শিক্ষকের অভাব! প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও হবে ভিডিওতে, এবার সিদ্ধান্ত সমগ্র শিক্ষা মিশনের৷ স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি! সমস্যা সমাধানে ভিডিও ব্যবহার করতে চাইছে সমগ্র শিক্ষা মিশনও। এ বার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও ভিডিও দেখে নিজেরাই সেরে নেবে নিজেদের পড়াশোনা।
আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।
