TRENDING:

SSC 2016 Case Update: ওএমআর শিটে অসঙ্গতি, এদিকে যোগ দেননি চাকরিতেও! এমন প্রার্থীদের তালিকা প্রকাশ এসএসসি-র

Last Updated:

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওএমআর শিটে অসঙ্গতি কিন্তু চাকরিতে যোগ দেননি হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ করল এসএসসি। সিবিআই তদন্তে যে ওএমআর অসংগতি ধরা পড়েছিল ২০১৬ সালে, অথচ নিয়োগে কিন্তু তারা চাকরিতে যোগ দেননি সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করলে এসএসসি।
News18
News18
advertisement

গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম – দশম ও একাদশ – দ্বাদশের ২০১৬ নিয়োগের সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। তাদের নাম,রোল নাম্বার, বাবার নাম, কোন বিষয়ের জন্য আবেদন করেছিল বিস্তারিত তালিকা প্রকাশ করল এসএসসি। নবম- দশম,একাদশ -দ্বাদশ মিলিয়ে ২৫০ জন ও গ্রুপ সি,গ্রুপ ডি মিলিয়ে ১৮৫৩ জনের নামের তালিকা প্রকাশ করা হল।

advertisement

আরও পড়ুন: আইপ্যাক মামলায় দু’সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের, ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।

advertisement

অন্যদিকে, শিক্ষকের অভাব! প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও হবে ভিডিওতে, এবার সিদ্ধান্ত সমগ্র শিক্ষা মিশনের৷ স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি! সমস্যা সমাধানে ভিডিও ব্যবহার করতে চাইছে সমগ্র শিক্ষা মিশনও। এ বার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও ভিডিও দেখে নিজেরাই সেরে নেবে নিজেদের পড়াশোনা।

আরও পড়ুন :‘অত‍্যন্ত সিরিয়াস ঘটনা,’ I-PAC কাণ্ডে নোটিস জারি করবে সুপ্রিম কোর্ট…হাওয়ালার মাধ‍্যমে গোয়ায় টাকা! অভিযোগ ইডি-র

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জমজমাট পুরুলিয়ার রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাট-বলের লড়াইতে এ যেন জেলার আইপিএল
আরও দেখুন

আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC 2016 Case Update: ওএমআর শিটে অসঙ্গতি, এদিকে যোগ দেননি চাকরিতেও! এমন প্রার্থীদের তালিকা প্রকাশ এসএসসি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল