আরও পড়ুনঃ মুখ, ঘাড়, বাহুমূলে ‘এইরকম’ দাগ? একেবারেই অবহেলা করবে না! লিভারে বাসা বাঁধতে ক্যানসার, সাবধান
প্রকাশিত বিজ্ঞপ্তি জানান হয়েছে, এই কোর্সটিতে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। কিউ আর কোড স্ক্যান করে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই কোর্সটির ডিটেলস মিলবে। সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ১৮ বছরের উর্ধ্বে পুরুষ মহিলা যে কেউ ।
advertisement
এই কোর্সের মধ্যে রয়েছে, ইন্টারভিউ স্কিলস, লিডারশিপ স্কিলস, বিজনেস কমিউনিকেশন স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস এবং সেলফ মোটিভেশন| কোর্সের সময়সীমা হল মাত্র তিন মাস| প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত অনলাইনে এই কোর্সের ক্লাস হবে| ছেলে-মেয়ে উভয় এই কোর্সটি করতে পারবে |কোর্স শেষে মিলবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) শংসাপত্র| চাকরি জগতে প্রবেশ করার পূর্বে এই ধরনের কোর্স ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্ত্বপূর্ণ |
এই কোর্সটি যে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে সেগুলো হল
- ইন্টারভিউ স্কিলস: চাকরির জন্য ইন্টারভিউতে ভালো পারফর্ম করার জন্য প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা|
- লিডারশিপ স্কিলস:নেতৃত্ব গুণাবলী এবং দলের সদস্যদের উৎসাহিত করার ক্ষমতা
- বিজনেস কমিউনিকেশন স্কিলস: পেশাদার পরিবেশে যোগাযোগের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যেমন – ইমেল লেখা, রিপোর্ট তৈরি ইত্যাদি।
- পাবলিক স্পিকিং স্কিলস:দর্শকদের সামনে কথা বলার কৌশলগত ক্ষমতা।
- সেলফ মোটিভেশন স্কিল: যেকোনও পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করতে। কোন কিছু ক্ষেত্রে নিজের উৎসাহ নিজে বাড়ান।
এই কোর্সগুলোর মাধ্যমে পড়ুয়ারা তাদের কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে এবং পেশাদার জীবনে সফল হতে পারবেন।
রাকেশ মাইতি