হাইব্রিড পদ্ধতিতে চালু হওয়া এই দুই বছরের কোর্সে থাকবে এম.এ. ও এম.এসসি.– দুই ডিগ্রিরই সুযোগ। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী পেশাদারদের কাছেও যথেষ্ট আকর্ষণীয়। কোর্স পড়ানো হবে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস)।
advertisement
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘‘ভাল বিচারের জন্য ভাল তদন্তের প্রয়োজন। সেই তদন্তে অফিসারদের ভূমিকা সবসময় সঠিক থাকছে না। বর্তমানে আমরা প্রায়শই ময়নাতদন্ত নিয়ে অভিযোগ পাই। ময়নাতদন্তের তারতম্য থেকে যাচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট, মতামতে। অবাক হওয়ায় মত, দুই ময়নাতদন্ত দুই রকম রিপোর্ট। এমন কোর্সে অনেকটা সুবিধা হবে তদন্তের কাজে।’’
তিনি আরও জানান, ‘‘সাইবার ক্রাইমের ক্ষেত্রে কোনটা বাজেয়াপ্ত আর কোনটা নয় তা নিয়ে তদন্তকারী অফিসারেরাও ঘাবড়ে যাচ্ছেন। সেই সমস্যাগুলো কাটানো যাবে এমন সিলেবাসে। ভাল তদন্ত ও বিচারের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন: মমতার এক চালেই বাজিমাত! SIR থেকে সংবিধান সংশোধনী বিল, সংসদে তৃণমূলই যেন প্রধান বিরোধী দল
‘‘বর্তমান প্রজন্মের কাছে চ্যালেঞ্জ সাইবার অপরাধ। প্রতিবছর দেশে ৩০০০০ কোটি টাকা নষ্ট হচ্ছে সাইবার প্রতারনায়। চলতি মাসেই রাজ্যে ৪০০ সাইবার অপরাধ নথিভুক্ত। কার্যত সুনামি এই মুহূর্তে সাইবার অপরাধে।’’ জানালেন রাজ্যের ডিআইজি সাইবার ক্রাইম সঞ্জয় সিং।
লিখিত আকারে আসছে যত তারও বাইরে থেকে যাচ্ছে অনেক অপরাধ। সমাজে সমস্য থাকবে। কিন্তু তা ঠেকাতে সময়োপযোগী প্রশিক্ষণ নিয়ে আগেভাগেই প্রস্তুত থাকার বার্তা বিচারপতি ঘোষের। ফি বছর ৩০০০০ কোটির গড়চা দেশের। সাইবার অপরাধে হাত পাকিয়ে আরও বেপরোয়া এখন আড়কাঠিরা। সেই অপরাধকে বাগে আনতে নতুন দিশা দেখাতে পারে অপরাধতত্ত্বের নতুন পাঠক্রম। বিচারপতি তীর্থঙ্কর ঘোষে’র দাওয়াই সময়োপযোগী প্রশিক্ষণে আপডেট থাকুক পুলিশ, তদন্তকারীরা।