কী এই উদ্ভিদ টিস্যু কালচার
উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে (যেমন-শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি ইত্যাদি) বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত (sterile) অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ (এবং পূর্ণাঙ্গ চারাউদ্ভিদ সৃষ্টি) করাকে টিস্যু কালচার বলে। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! মর্মান্তিক মোরবিতে বিজেপি সাংসদের গোটা পরিবার শেষ, ১২ সদস্যের মৃত্যু!
কী করে গবেষণাগার বানাবেন
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্টে একমাত্র টিস্যু কালচারের ল্যাবরেটরী রয়েছে। যেখানে অর্কিড থেকে শুরু করে কমলা থেকে শুরু করে সমস্ত রকম উদ্ভিদের চারা তৈরি করা হয়। এবং এটি খুব সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা নিজেদের বাড়িতেও তৈরি করে থাকতে পারবেন। তার জন্য আপনাদের করে নিতে হবে একটি কোর্স। ইতিমধ্যেই বহু মানুষ এই কোর্সের দ্বারা উপকৃত হয়েছেন বিশেষত পাহাড়ের মানুষেরা।
আরও পড়ুন: শিক্ষা দিল গুজরাত! রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের
কী কী উপকার রয়েছে
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে উদ্যান পালনের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় চাষীদের। ধরে নেওয়া যাক একটি কমলা গাছ যে পরিমাণে কমলা দিত, চার-পাঁচ বছর পরে সেটি আর পাওয়া যাচ্ছে না গাছে পোকা ধরে গেছে অথবা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে আপনি যেই প্রথম গাছটি থেকে সুস্বাদু কমলা উৎপাদন হত সেই চারা গাছটি তৈরি যাবে। তাতে কমলার গুণগত মান নষ্ট হবে না এবং এই কোর্সটি করার পরে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার থেকে লোন পেতেও সুবিধা হবে যেই লোন নিয়ে নিজের বাড়িতেই টিস্যু কালচারের গবেষণাগার তৈরি করা যাবে।
কোর্সের মেয়াদ: প্রতিটি কোর্স ৩ মাস এবং ৬ মাসের করা হয়ে থাকে এবং কোর্স শেষে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয় বিশদে জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে।
ওয়েবসাইট: www.nbu.ac.in
https://www.nbu.ac.in/acr/cofam.aspx
ফোন নাম্বার: 91 99337 72912 / 918768525564
ইমেইল : biotech@nbu.ac.in
কোর্স ফি: ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে অথবা সরাসরি ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন।
ঠিকানা: বায়ো-টেকনোলজি (COFAM), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রাজা রামমোহনপুর,পোস্ট অফিস- এন বি ইউ, জেলা-দার্জিলিং, পশ্চিমবঙ্গ, পিন-৭৩৪০১৩
অনির্বাণ রায়